প্রণয়ের চঞ্চলতা

প্রণয়ের চঞ্চলতা

একদিন শীতের সকাল
শিশির সিক্ত দুর্বাঘাসের ছুঁয়া
ফুলের পাপড়ি ছড়ানো ঘ্রাণ- হারিয়ে ফেলেছি!
আইল পাথরে দৌড়ানো নাটাই সুত ঘুড়ি-
দুপুরের রৌদ্রোজ্জ্বল দুরন্তপনা-
বৈকালির ধুলিবালি মাখা তাও হারিয়ে ফেলেছি।

এখনো মাঝে মাঝে খুব হচ্ছে করে আবার-
সেই রক্তিম সূর্য, সন্ধ্যার সুখতারা
এমন কি পূর্ণিমার জোছনাতে ফিরি-
রয়েই গেলো সুপ্ত প্রণয় ঘরে এক চঞ্চলতা;
শুধু মুখরিত জ্ঞান বিবেক বৃদ্ধি শ্রদ্ধা স্নেহের দেওয়াল
আর সাদা মেঘমাল্লা এই বুঝি দেয় ফাঁকি
তবুও কবিতা পাড়ায় ঘুমে যাই।

১১ চৈত্র ১৪২৫, ২৫ মার্চ’১৯
———————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “প্রণয়ের চঞ্চলতা

  1. শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি ্আলমগীর সরকার লিটন। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা

      মহান স্বাধীনতা দিবসের বিনম্র শ্রদ্ধা ও

      শুভেচ্ছা রইল————

  2. শুভেচ্ছা প্রিয় কবি দাদা। সাথে শুভকামনা ।

    1. জ্বি বাবু দা

      মহান স্বাধীনতা দিবসের বিনম্র শ্রদ্ধা ও

      শুভেচ্ছা রইল————

  3. প্রণয়ের চঞ্চলতায় জেগে থাকুন কবি লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি সৌমিত্র দা

      মহান স্বাধীনতা দিবসের বিনম্র শ্রদ্ধা ও

      শুভেচ্ছা রইল————

    1. জ্বি রিয়া দিদি

      মহান স্বাধীনতা দিবসের বিনম্র শ্রদ্ধা ও

      শুভেচ্ছা রইল————

    1. জ্বি সুমন দা

      মহান স্বাধীনতা দিবসের বিনম্র শ্রদ্ধা ও

      শুভেচ্ছা রইল————

    1. জ্বি তুবা আপু 

      মহান স্বাধীনতা দিবসের বিনম্র শ্রদ্ধা ও

      শুভেচ্ছা রইল————

মন্তব্য প্রধান বন্ধ আছে।