মূল্যহীন
শেখ সাদীর খাবার পকেটস্ত করার কথা ভাবি
জাসিন্ডার বিশ্বনেতা হয়ে ওঠার কথা ভাবি
সড়ক দূর্ঘটনায় নিহত আবরারের কথাও ভাবি
যারা ভাবছে …
তাদের সূর্য কোনোদিন অস্ত যাবে না তাদের কথাও
ভাবি
মানুষের দামের চেয়ে শাক-সবজির দাম বেশি
কেবল সেই কথাটি ভাবি না !!
ঠিক তাই। মানুষের দামের চেয়ে শাক-সবজির দাম বেশী।
আমরা খুব খুব বদলে যাচ্ছি কবি দা।
আজকাল হুটহাট করে অনেক কিছুই জনজীবনে উঠে আসে। এসেছিলো ইমরান খানও। মূল্যবান মূল্যহীন।
সূর্য কোনোদিন অস্ত যাবে না কবি জসীম ভাই। এভাবেই চরিত্রের পর চরিত্র আসবে।
দিন এভাবেই যাবে। ভালো থাকুন কবি।
"যারা ভাবছে … তাদের সূর্য কোনোদিন অস্ত যাবে না তাদের কথাও ভাবি মানুষের দামের চেয়ে শাক-সবজির দাম বেশি কেবল সেই কথাটি ভাবি না !!"
কঠিন সত্য। শুভকামনা