বিরহ ব্যথা

বিরহ ব্যথা

ঠোঁটের বাঁকে এক চিলতে দুষ্টু হাসি দেখে
তুমি বলেছিলে –
এ কিসের হাসি ?
আমি চঞ্চলা হরিণীর মত বললাম,
তোমাকে ভালবাসি…..
এ সেই আনন্দের বহিঃ প্রকাশ,
তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে অমনি !

একদিন আমার কাছ থেকে তুমি বিদায় চাইলে,
আমি কাঁদলাম —
তুমি আমার চোখের জল স্পর্শ করে বললে,
এ কিসের জল ?
আমি বিরহ বেদনায় নীল হতে হতে বললাম,
তুমি আমায় ছেড়ে যাচ্ছ
এ সেই কষ্টের ( নোনাজল) বহিঃপ্রকাশ
আমার বুকের গভীরে ক্ষত সৃষ্টি করে
তুমি চলে গেলে…
আমি শুধুই চেয়ে চেয়ে দেখলাম,
আমি কাঁদলাম !

27.12.2015

9 thoughts on “বিরহ ব্যথা

  1. কবিতা পাঠে হৃদয় অশ্রুতে সিক্ত হল।
    প্রিয়কবিকে প্রীতি আর শুভেচ্ছা জানাই।
    সাথে থাকুন, পাশে রাখুন।
    জয়গুরু!

  2. ঠোঁটের বাঁকে এক চিলতে দুষ্টু হাসি দেখে
    তুমি বলেছিলে –
    এ কিসের হাসি ?
    আমি চঞ্চলা হরিণীর মত বললাম,
    তোমাকে ভালবাসি…..
    এ সেই আনন্দের বহিঃ প্রকাশ,
    তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে অমনি !

    আহারে প্রেম! নতুন করে মনে পড়ে গেল সেসব কথা।

  3. 'আমি বিরহ বেদনায় নীল হতে হতে বললাম,
    তুমি আমায় ছেড়ে যাচ্ছ
    এ সেই কষ্টের ( নোনাজল) বহিঃপ্রকাশ।'

    ভালো থাকুন প্রিয় কবি হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  4. আজ একটি বেদনার কবিতা পেলাম বোন হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  5. সত্যই অনুভূতির স্পর্শকরার মতো কবি আপু

মন্তব্য প্রধান বন্ধ আছে।