দুখিনী মায়ের সংসার!

দুখিনী মায়ের সংসার!

দুখিনী মায়ের অভাবী সংসার
সদা থাকে উপবাস,
তা দেখে কিছু দানব
করে শুধু উপহাস!

সেদিকে মায়ে চায় না ফিরে
চলে নিজের মতো,
পারেনা সইতে জ্বালা
কষ্ট করবে কতো?

সকালে বাইর হয় মায়ে
দানা নেই পেটে,
সন্ধ্যার পরে আসে মায়ে
পরের বাড়ি খেটে।

সাথে আনে পচা খাবার
ফেলে দেওয়া মাংস,
তা খেয়েই বেঁচে থাকে
দুখিনী মায়ের বংশ!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

12 thoughts on “দুখিনী মায়ের সংসার!

  1. মা তো মা ই। হৃদয় ছোঁয়া লিখা মি. নিতাই বাবু।

    1. সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতার সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কবি দাদা। আশা করি ভালো থাকবেন সবসময় ।

  2. আমরা দুখিনী মায়ের সংসারের মানুষ।

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদা।

  3. সরল সুন্দরে পরিচিত একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন কবি। 

    1. সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞ। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দাদা।

    1. আমাদের সকল গরিব মায়েদের অবস্থা এরকমই হয় শ্রদ্ধেয় রিয়া দিদি। ভালো থাকবেন সবসময় ।

  4. মায়ের অভাবী সংসার সদা থাকে উপবাস,
    তা দেখে কিছু দানব করে শুধু উপহাস! :(

    1. হ্যাঁ শ্রদ্ধেয় কবি শাকিলা দিদি। সত্যি এমনই হয়ে থাকে। কেউ না খেয়ে মরে। কেউ তা দেখে হেসে মরে।

    1. সুন্দর মন্তব্যের অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় রুকশানা দিদি। আশা করি ভালো থাকবেন। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।