কুয়াশা ভাঙা রোদ
সরে যাচ্ছে শহরের উঠোন ভরা প্রার্থনা
অতল বৃক্ষদের কানে কানে গোপন ধ্বনি
ক্লান্ত ঘামের বসন্ত আছড়ে পড়ছে রিকশার প্যাডেলে-
ব্যস্ত বাসিন্দারা ভাঁজখোলা সিঁড়ির আড়াইতলা দালানে
চৌঘরি পুরাতন অন্ধকার শোয়ানো-কুয়াশা ভাঙা রোদ
বেগানা মাকড়সার বিপ্লুত পথ খুঁজতে খুঁজতে
টিয়ে ডাঙরের মতো অসংখ্য উড়ন্ত পাখির স্বপ্ন আঁকছে।
চোখে আমরি উত্থানের গল্প, পেটে খিদের কারখানা
কেবল রক্ত আর মাংস পোড়া দিনমান কবিতা হরতাল দিনে
এই আমাদের মৃত্যুপুরী, নুনঝাল-সংসার-প্রিয়তমা;
'কেবল রক্ত আর মাংস পোড়া দিনমান কবিতা হরতাল দিনে
এই আমাদের মৃত্যুপুরী, নুনঝাল-সংসার-প্রিয়তমা।' ___ অসাধারণ কবি টিপু সুলতান।
মুগ্ধতা রাখছি প্রিয় কবি দা।
শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা কবি টিপু সুলতান ভাই।
খুবি সুন্দর কবিতা।
অভিনন্দন কবি টিপু সুলতান।