আবার শ্রাবণ বৃষ্টি
আবার এসেছে শ্রাবণ
শ্রাবণ মেঘলা বিকেল ফিরে এসেছে
বৃষ্টি আছে, আমি আছি –
শুধু তুমি নেই পাশে
তুমি কি ভীষণ বৃষ্টি ভালবাসতে –
বৃষ্টির বুনো আদরে
ডুবে যেত আমার ঠোঁট-
ডুবে যেত চোখ ডুবে যেত নাক –
মুখ, কপাল, ডুবে যেতাম আমি
ডুবে যেতাম আমি আমি …
একবার নয়, দু’বার নয়
বৃষ্টির বুনো আদরে
কী ভীষণ ডুবে যেতে তুমি –
তোমার মাথা ডুবে যেত –
বুক ডুবে যেত –
ঠোঁট, চোখ মুখ ডুবে যেত –
দেখে মনে হত
সমুদ্র নেমে দেহের পালক ছুঁয়েছে
অবিরাম বর্ষণে – তুমি অামায় স্পর্শ করতে –
টুপ টাপ বৃষ্টির ফোঁটা হয়ে – নতুন মেঘ,
পুরাতন মেঘে অসময়ে বৃষ্টি হয়ে
তোমায় ভিজিয়ে দিত –
বৃষ্টিরা তোমায় ছুঁয়ে থাকত ভীষণ
তোমাকে
তোমাকেই;
তুমি বৃষ্টির ধারায় আমার ঠোঁটে ভেঁজা স্পর্শ
মাখিয়ে দিতে –
আজ নন্দিত শ্রাবণ বিকেল আছে,
বৃষ্টি আছে
আমি আছি,
শুধু তুমি নেই পাশে
সেই উচ্ছ্বাসিত আবেগ নেই
তোমার স্পর্শরা অার অামায় শিহরিত করবে না –
আগের মত
বৃষ্টি থাকবে
তুমি আর আমায় ছোঁবে না :
কী যে কষ্ট ! উফ্ —–
যদি তুমি জানতে…………..!
আজ নন্দিত শ্রাবণ বিকেল আছে, বৃষ্টি আছে
আমি আছি, শুধু তুমি নেই পাশে
সেই উচ্ছ্বাসিত আবেগ নেই।
স্পষ্ট বিরহ ফুটে উঠেছে রানু দি। শ্রাবণও দিনে মন উদাস হওয়া স্বাভাবিক বৈকি।
হ্যাঁ দিদিভাই, অনেক অনেক শুভ কামনা।
কবিতার প্রথম স্তবকটি যদি আমার মতো করে গদ্য ধাঁচে ফেলি তাহলেও সুন্দর লাগে।
আবার এসেছে শ্রাবণ। শ্রাবণ মেঘলা বিকেল ফিরে এসেছে। বৃষ্টি আছে, আমি আছি – শুধু তুমি নেই পাশে। তুমি কি ভীষণ বৃষ্টি ভালবাসতে – !! আবৃতি হলে চমৎকার হতো। অভিনন্দন প্রিয় কবি হাসনাহেনা রানু। এমনিতেই ভালো লিখেন। আজ সান্ধ্যকালীন বৃষ্টি দিনে আরও বেশী মানালো। ধন্যবাদ।
শ্রাবণ মেঘলা বিকেল বৃষ্টি ঝড়া; এ শুধু জল নয় … হৃদয়ও হরা।
খুব সুন্দর বলেছেন।হ্যাঁ ,গদ্য ধাঁচে ও ভাল লাগে। কিন্তু আমার গদ্য ধাঁচের লেখা আসে না। চেষ্টা করব। আপনার সুন্দর মন্তব্য প্রকাশে উৎসাহিত হলাম ভাইয়া। এক শ্রাবণের অনেক রূপ। শুভেচ্ছা নিন।
চমৎকার একটি দৃশ্যপট ফুটিয়ে তুলেছেন। নস্টালজিক হয়ে পড়লে ক্ষতি নেই কবি।
জ্বী,কবি সুমন আহমেদ। নস্টালজিক হতে কোন বাঁধা নেই।হতেই পারেন প্রিয় মানুষ কে নিয়ে। শুভ কামনা আপনার জন্য।
বোন হাসনাহেনা রানু। বৃষ্টি আমার ভালো লাগে। বৃষ্টি কবিতা তো আরও অসাধারণ লাগে। মন ভরলো।
আপনার মন্তব্য পাঠে আমিও মুগ্ধ প্রিয় কবি সৌমিত্র দাদা। শুভ কামনা।
চমৎকার একটি কবিতা পড়লাম,,,শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি
সুন্দর মন্তব্য পাঠে ভাল লাগল কবি দাদা সুজন হোসাইন। শুভ কামনা আপনার জন্য ও।
অনেক ভালো লাগলো! শ্রদ্ধেয় কবি দিদিকে শুভেচ্ছা ।
খুশি হলাম কবি নিতাই দাদা। শুভ কামনা।
কবিতাটি ভালো হয়েছে কবি রানু আপা।
জ্বী, শুভেচ্ছা জানবেন কবি শাকিলা আপা।
"আজ নন্দিত শ্রাবণ বিকেল আছে, বৃষ্টি আছে
আমি আছি, শুধু তুমি নেই পাশে
সেই উচ্ছ্বাসিত আবেগ নেই
তোমার স্পর্শরা অার অামায় শিহরিত করবে না –
আগের মত বৃষ্টি থাকবে
তুমি আর আমায় ছোঁবে না :
কী যে কষ্ট ! উফ্ ——
যদি তুমি জানতে…………..!"
দারুণ ভাবনা।
মন্তব্য পাঠে খুশি হলাম কবি রুকশানা আপা । শুভ কামনা।
কাব্যশৈলীতে মুগ্ধ হলাম। অসাধারণ প্রয়াস। শ্রদ্ধা রইল।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
সুন্দর মন্তব্য পাঠে খুশি হলাম প্রিয় কবি বন্ধু লক্ষ্মণ ভাণ্ডারী।শুভ কামনা আপনার জন্য।
কবিতার অবিরাম ভালো লাগা জানিয়ে গেলাম রানু আপা।
খুব খুশি হলাম কবি সাজিয়া আপা । শুভেচ্ছা নিন।
পড়ে শুভেচ্ছা জানিয়ে গেলাম কবি।
আমার ব্লগে মনে হয় আপনি নতুন বন্ধু। আপনাকে স্বাগতম। অপার শুভেচ্ছা আপনার জন্য ও।
তোমার স্পর্শরা অার অামায় শিহরিত
লাইনটা এডিট করে ঠিক করে দিন।
বৃষ্টিভেজা উচ্ছাসের কবিতা ভালো লেগেছে পড়তে।
মন্তব্য পাঠে আমার ও ভালো লাগল কবি বন্ধু। শুভেচ্ছা নিন।
হারিয়ে গেলাম কবির শ্রাবন বৃষ্টির কবিতার শব্দে।
আমার ব্লগে আপনি নতুন বন্ধু মেঘ প্রিয় বালক।না,না হারায়েন না। আপনি থাকুন আমাদের পাশে। শুভ কামনা।