শুধু শ্মশান মাঠ

শুধু শ্মশান মাঠ

আজ কোকিল ডাকা রাত!
স্বপ্ন ঘোরে আর্তনাদ-
বুঝি না কতটা তফাত;
কৃষ্ণচূড়া বাঁশবাগান তলায় শ্মশান
ঘুমেরা স্পর্শ করে বালিশ মাথায় কেল্লাঘাস-
তবুও কেন স্বপ্ন পাড়ায় সেই ঝর্ণা
যেনো লাল পাপড়ি জুড়ে হাত ছুঁয়া
অতঃপর স্বপ্নেরা খেলেই যাবে
দিবারাত কিংবা শ্মশান মাঠে যত স্বপ্ন।

২১ চৈত্র ১৪২৫, ‍০৪ এপ্রিল ১৯
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

14 thoughts on “শুধু শ্মশান মাঠ

  1. স্বকীয় ধারার কবিতা। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি মুরুব্বী দা

      সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম

      ভাল থাকুন——-

  2. শ্রদ্ধেয় কবির কবিতা বাস্তবতা প্রকাশ পেয়েছে। কবিকে শুভেচ্ছা সহ অজস্র ধন্যবাদ। 

    1. জ্বি বাবু দা

      সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম

      ভাল থাকুন——-

  3. কবিতা লিখার সময় আপনার মানসিক প্রস্তুতি কেম থাকে আমি জানিনা তবে চেষ্টটা যে ভালো থাকে সেটা বিশ্বাস করি কবি আলমগীর ভাই। :) শুভেচ্ছা। 

    1. জ্বি সুমন দা সঠিক কথা বলেছেন

      সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম

      ভাল থাকুন——-

  4. যেনো লাল পাপড়ি জুড়ে হাত ছুঁয়া
    অতঃপর স্বপ্নেরা খেলেই যাবে। শব্দ কল্পনায় আপনাকে অভিনন্দন কবি লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি সৌমিত্র দা

      সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম

      ভাল থাকুন——-

    1. জ্বি তুবা আপু

      সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম

      ভাল থাকুন——-

    1. জ্বি রিয়া দিদি

      সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম

      ভাল থাকুন——-

    1. জ্বি রুকশানা আপু

      সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম

      ভাল থাকুন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।