আমার গাঁয়ের অজয় নদী
অবিরাম চলে বয়ে,
অজয়ের ঘাটে বধূরা আসে
কাঁখেতে কলসী লয়ে।
ঘাটের কাছে বটের গাছে
পাখি সব গীত গায়,
একতারা নিয়ে বাউল গাহে
গাঁয়ের বাউল ভাই।
রবিবার তাই অজয়ের ঘাটে
বসেছে আজিকে হাট,
দিনশেষে সবে চলে কলরবে
নির্জন নদীর ঘাট।
দিনের শেষে ক্লান্ত পাখিরা
ফিরিছে আপন নীড়ে,
নির্জন ঘাটে আঁধার নামে
অজয় নদীর তীরে।
আমার গাঁয়ের অজয় নদী
কুলু কুলু বয়ে চলে,
পূর্ণিমা রাতে জোছনা ঝরে
অজয় নদীর জলে।
দিনের শেষে ক্লান্ত পাখিরা
ফিরিছে আপন নীড়ে,
নির্জন ঘাটে আঁধার নামে
অজয় নদীর তীরে।
চমৎকার কথা কাব্য। অভিনন্দন কবি মি. ভাণ্ডারী।
সুন্দর কবিতা। ভালো লাগে বর্ণণা ধারার কবিতা গুলো।
অজয় নদীর প্রেমে পড়া একজন মানুষ আমি। অভিনন্দন কবি।
সুন্দর হয়েছে লিখাটি। শুভেচ্ছা রাখছি।
রবিবার তাই অজয়ের ঘাটে
বসেছে আজিকে হাট,
দিনশেষে সবে চলে কলরবে
নির্জন নদীর ঘাট।
ভীষণ ভাল লাগা কবি দা।
অজয়নদীর গল্পখানি কাব্যরসে ভরপুর হয়ে পাঠকের অন্তর ছুঁয়ে গেলো।
অনুপম প্রকাশ ,, মুগ্ধ হলাম, শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
কবি,