জীবন
দুঃখ পোষা মানুষ কি আর
দুঃখ দেখে ভয় পায়!
কষ্ট পোষা মানুষগুলোর
হাসির মাঝে কান্না রয়।
অনেক হাসি অনেক খুশি
মিথ্যে যত অভিনয়
আঘাত পোষা মানুষগুলোর
হৃদয় শুধু শূন্য রয়।
হাসির আড়ালে কাঁদছে যেজন
তাঁকে কে বা দেখতে পায়
দেখার মাঝে দেখছে যেজন
তাঁর খাতাটি পূর্ণ হয়।
অনেক পথ সে হেঁটে এসে
একটু খোঁজা যে আশ্রয়
সে আশ্রয়ের সকল কিছু
মিথ্যা সবই অভিনয়।
জীবন কি আর থাকবে জমা
স্মৃতির পাতা উল্টালে
শুধুই দেখি অবহেলা
এতটুও না বদলালে।
অবশেষে পথে আমার
সবই হলো হাত বদল
স্বাধীনতার ব্যবহারটা
কুড়ায় শুধু চোখের জল।
দুঃখ দিয়ে সুখ পাওয়া যায়
হয়তো সেটা অন্য তাস
হয়তো ছিলাম খেলার পুতুল
মুল্য আমার দীর্ঘশ্বাস।
রাখলে যেমন আছি তেমন
একটুও মন বদলেনি
মনের খোঁজে মানুষ যেমন
আজও এমন খোঁজেনি।
এপ্রিল ৩, ২০১৯
জীবন এর জন্য ভালোবাসা প্রিয় কবি শামীম বখতিয়ার। শুভ সন্ধ্যা।
জীবনে আনন্দ যেমন আছে, আছে দুঃখ। সুতরাং অগুনিত অনুভূতিতে জীবন আছে শামীম ভাই।
আপনার পোস্টে মন্তব্যের উত্তর কম। ধন্যবাদ।
শুভেচ্ছা।
জীবন।