বিমর্ষ বৃত্ত

——-বিমর্ষ বৃত্ত

বৃত্ত তার প্রলম্বিত শরীরটাকে বার বার
ছিঁড়ে ফেলার বাসনায় মাতে; কিন্তু বাসনা তার সময় ক্ষয়ে
নেতিয়ে পড়ে কালের ঘূর্ণি পথের প্রবঙ্চনা।
পথ ভুলে আবার বৃত্তের গায়ে
খর্বকায় বাসনায় নিমজ্জিত হয়; নিঃশেষ হবার সামান্য বাঁকি
তাতেই আশ্রয় ফিরে পায়।
সেই আশ্রয় একদিন দির্ঘায়িত হয়
বাসনা খর্বকায় থেকে বৃদ্ধি হবে; বর্ধিত বাসনায় রোমাঙ্চকর
বৃত্তের শরীর যেন উতল ঢেউ।
এই তো বাঁধ ভাঙার কাল
আবার সেই একই প্রলুব্ধ চাঙ্চল্য; জোয়ারের বেবস আক্রোশ
এবার বেড়িয়ে যাবে মন বল অফুরান।

কিন্তু বৃত্তের শরীর কাঠামো অদম্য
প্রলয় বিভীষিকায় কাঁপে না মোটে; ধীর লয় নিজ সদল পথে অবিচল
করাত ধারে তার শরীর কাটে না।

তাই তো প্রনমি বাসনা
বার বার ক্ষয়ে যায় নিজের পথে; ক্ষয়ে ক্ষয়ে নেতিয়ে পরে
বাসনা বিমর্ষ আজ আঁধার রাতের মতো।
এমনি বৃত্ত ভারে কঙ্কাল বাসনা শব
বৃত্তের আঙিনায় শুধু ছুটাছুটি; মুক্তির নেশায় কাটে দিবানিশি
বাসনা বৃত্ত অমোঘ স্বপ্নচারী।

রূপক কবিতা-১৪২৫/ ফাল্গুন/ বসন্ত কাল।

12 thoughts on “বিমর্ষ বৃত্ত

  1. তাই তো প্রনমি বাসনা
    বার বার ক্ষয়ে যায় নিজের পথে; ক্ষয়ে ক্ষয়ে নেতিয়ে পরে
    বাসনা বিমর্ষ আজ আঁধার রাতের মতো।

    শুভেচ্ছা ভালোবাসা প্রিয় মাটি ও মানুষের হৃদয়ের কবি বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আমার ভালোবাসা জানবেন বন্ধুবর!!! জীবন কাটুক জলজ সুখেhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. শুভেচ্ছা জানবেন কবি মান্নান ভাই। এক জীবনের প্রাপ্তি আপনার অনেক। অভিনন্দন … :)

    1. ভাই, আপনাদের ভালোবাসায় তো বেঁচে থাকা, জীবন হউক প্রেম ময়,,,,,,

    1. বাহ দারুন তো কষ্ট করে

      একটু চোখ বুলালেন; তার পর এদিক ওদিক

      কি ভাগ্য গো আমার কবি? আমিই ধন্যবাদ পেলাম

      কবি কে আমার অফুরান ভালোবাসা; আমরা যে আত্মার আত্মীয়

       

  3. চমৎকার লেখা,, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানবেন    

মন্তব্য প্রধান বন্ধ আছে।