স্মৃতিময়
কে কাকে স্মৃতিতে জমিয়ে
নষ্ট করে দুর্মূল্য প্রহর!
সেদিন কবেই চলে গেছে
যখন কাঙালের মতো
হারাই- হারাই চোখে
পৃথিবী ঢুঁড়েছি হুটপাট!
তবুও তাঁকে আমি ভুলতে যাবো কেন?
দুকুল ভাসানো আমার সম্পদ- আবেগ
এই বয়েসেও যে বেঁচে বর্তে আছে,
ও-ই যে তার একমাত্র বিশল্যকরণী!
নতুবা
কে-ই বা কাকে
স্মৃতিতে আগলে রেখে
ফুঁকে দেয় পুরোটা জীবন!
নন্দিত সুন্দর কবিতায় অভিনন্দন প্রিয় কবি। শুভ সন্ধ্যা।
অনেক অনেক ধন্যবাদ জানবেন।
সুন্দর।
অনেক শুভকামনা।
ধন্যবাদ কবি।
কৃতজ্ঞতা জানবেন।
ধন্যবাদ জানাই।
ধন্যবাদ।
ভাল থাকুন ।
প্রণাম দিদি।
ভাল থেকো বোন।
অতি সুন্দর কবিতা,,,শ্রদ্ধা জানবেন
শুভেচ্ছা জানাই ।