তুমি যে আমার কবিতা
কবিতা,
তুমি অহর্নিশি …
তুমি অনূ্র্বা মৃত্তিকার কুসুমিত কুমকুম,
তুমি কষ্টের দহনে সহন শান্তির অমরতা
তুমি রঙ মহলে নর্তকীর নাচ
তুমি চির সবুজ যৌবনের অভিলাষ,
তুমি শুভ্র জ্যোৎস্নায় তমস্য হরিণী ছন্দ
তুমি তমাসিকা —- —- —-
তুমি নীলাকাশ, তুমি নীল নক্ষত্র
তুমি নীল জ্যোৎস্না ——–!
কবিতা,
তুমি শুভ্র কাশফুল, তুমি শ্বেত কপোত
তুমি দূর্বাঘাসের বুকে ঘুমন্ত শিশির ..
তুমি ঝরে পড়া শিউলির কান্না,
তুমি গোলাপ, হাসনাহেনার সুগন্ধা —–
তুমি তাঁতে বোনা খট খট আওয়াজে মিহি মসলিন বেনারসী –
তুমি হাতে বোনা নকশি কাঁথা,
তুমি জামদানী পল্লীর নব শিল্প কলা ;
কবিতা,
তুমি নববর্ষের প্রথম সকালের রৌদ্দুর
তুমি আম্রকাননে কাল বৈশাখী ঝড়,
তুমি অন্ধকার ভ্রুণ ভেঙ্গে জন্ম নিয়েছ
১৪ – ফ্রেব্রুয়ারি ( বিশ্ব ভালবাসা দিবস) সদ্যজাত ভোর …
তুমি রাতের আঁধারে অনন্ত কাল জেগে থাকা ক্লান্ত চাঁদ —-
তুমি কনকনে শীতে গরম কাপড়ের উষ্ণতা।
কবিতা,
তুমি সব কিছুর উর্ধ্বে
সেই তুমি চিরচেনা কবিতা ———— ।
তুমি অনূ্র্বা মৃত্তিকার কুসুমিত কুমকুম,
তুমি কষ্টের দহনে সহন শান্তির অমরতা।
তুমিময় পুরো কবিতার আদল। কবিতার জয় হোক প্রিয় কবি হাসনাহেনা রানু।
সুন্দর মন্তব্য প্রকাশে অনুপ্রাণিত হলাম প্রিয় কবি আজাদ ভাইয়া।শুভ কামনা।
কবিতা অনেক কিছু!
কবিতার মতো না হলে মানুষ সুন্দর হয়না। যাকে আমি সবচে সুন্দর দেখি নিশ্চিত হয়েছি সে ঈশ্বরের লেখা শ্রেষ্ঠ কবিতা!
স্বার্থক কবিতার স্বীকৃতি পেয়েই মন ভরে গেছে প্রিয় কবি ভাইয়া মিড ডে ডেজারট।শুভেচ্ছা জানবেন।
কবিতা ভালোবাসি বলি কবিতার পিছু ছুটি। শুভেচ্ছা কবি বোন হাসনাহেনা রানু।
আন্তরিক ধন্যবাদ প্রিয় কবি সৌমিত্র দাদা।শুভ কামনা।
কবিতা হোক আমাদের।
তাই হোক প্রিয় কবি সুমন আহমেদ। কৃতজ্ঞ ….
ভাল লিখেছেন।
আন্তরিক ধন্যবাদ প্রিয় কবি তুবা আপা। ভালবাসা…
"কবিতা,
তুমি শুভ্র কাশফুল, তুমি শ্বেত কপোত
তুমি দূর্বাঘাসের বুকে ঘুমন্ত শিশির ..
তুমি ঝরে পড়া শিউলির কান্না,
তুমি গোলাপ, হাসনাহেনার সুগন্ধা —–
তুমি তাঁতে বোনা খট খট আওয়াজে মিহি মসলিন বেনারসী "
কবিতা তুমি আমাদের ভালবাসা।
অপার ভালবাসা আপনার জন্য ও প্রিয় কবি আপু রুকশানা হক।শুভেচ্ছা …..
শুভেচ্ছা কবি রানু দি।
অপার শুভেচ্ছা আপনার জন্য ও প্রিয় কবি রিয়া দি''ভাই। গোলাপ ভালবাসা….
মুগ্ধতা রইলো কবিতায়,,,শুভেচ্ছা জানবেন
শ্রদ্ধেয় কবি
কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি ভাইয়া সুজন হোসাইন। নিরন্তর শুভকামনা।
আপনার লেখা কবিতায় ভালোবাসা রেখে গেলাম ।
শুভেচ্ছা রইল।
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি নিতাই দাদা। আপনার জন্য ও ভালবাসা মাখা শুভেচ্ছা রাখলাম।
বেশ লাগলো। শব্দ চয়নে খানিকটা প্রাচীন শব্দের বাহুল্য আছে (এটা অবশ্য ব্যক্তি বিশেষের নিজস্ব পছন্দের ব্যাপার)। গায়ক জেমসের এরকম একটা দেশাত্মবোধক গান আছে, "তুমি বিস্মৃত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়"…
সবমিলিয়ে উপভোগ্য লেখা। শুভেচ্ছা রইলো।