মাঝি বিহীন ভাবনার নৌকায়
ডুবে যেতে চায় মন,
ঠিক তার মাঝ তরঙ্গে
প্রগাঢ় অভিলাষের জোনাকিরা
খুঁজে বেড়ায় নিরিবিলী আঁধারের ঝোপ,
চোখের কোনে জেগে থাকে
সারারাত জলন্ত জল বিন্দু হয়ে,
আকাশ ছোঁয়া আকাঙ্খা
এখনো রয়েছে চির সজীবতা,
এখনো বুঝতে ইচ্ছে করে তোমার ওই ভালোলাগা
মৌসুমের সাথে যায় সবকিছু বদলিয়ে,
পড়ে রইলো স্মৃতির আলনায়
সময়ের সাথে সংক্ষিপ্ত রঙ্গিন এলবাম,
বাস্তবিক প্রতিফলের তোমার আমার
ছবি কেবলই এক অস্তিত্বের সন্ধান,
আমি অবাক হয়ে চেয়ে থাকি
খুঁছে পাই হারানো মুখোশের ছাঁয়া………..
12 thoughts on “স্মৃতির আলনায় রঙিন এলবাম…….”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বাস্তবিক প্রতিফলের তোমার আমার ছবি কেবলই এক অস্তিত্বের সন্ধান। সত্যানুভূতি।
ধন্যবাদ । শুভেচ্ছা নিবেন……….
মন্তব্য পেয়েছেন : ১৮ জনের
মন্তব্য দিয়েছেন : ৫ জনকে।
তারপরও আপনার কবিতা পড়ি বোন ফারজানা শারমিন মৌসুমী।
অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি । আসলে আমি খুব ব্যস্ত থাকি ফেইসবুকে তেমন বসা হয়না । আর ব্লগে তো খুব কম আসি । তাই সবার পোস্ট সময় করে পড়া হয়না মন্তব্য দেয়া হয়না । ইনশা আল্লাহ চেষ্টা করবো সবার কবিতা পড়তে । ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ…….
ধন্যবাদ।
আপনাকেও……..
ভাল লেখা।
ধন্যবাদ শুভেচ্ছা নিবেন
ধন্যবাদ।
ধন্যবাদ শুভেচ্ছা নিবেন
খুঁজে পাই হারানো মুখোশের ছায়া ,,
মুগ্ধ হলাম,,, শুভেচ্ছা জানবেন
ধন্যবাদ শুভেচ্ছা নিবেন