তোমার মনের ঠাঁই পুকুরে ওল্ডুপানি খেলি
নিত্য তোমায় পড়িয়ে দেবো হাসনা-হেনা বেলি
ফুল খেলাতেই মন
অবুজ সারাক্ষণ
হঠাৎ পথে থমকে দেখি সবই খামখেয়ালি।
8 thoughts on “ফারুক মোহাম্মদ ওমর এর লিমেরিক”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তোমার মনের ঠাঁই পুকুরে ওল্ডুপানি খেলি
নিত্য তোমায় পড়িয়ে দেবো হাসনা-হেনা বেলি
ফুল খেলাতেই মন
অবুজ সারাক্ষণ
হঠাৎ পথে থমকে দেখি সবই খামখেয়ালি।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বাহ দারুণ তো কবি !!
ধন্যবাদ দাদা।
সুন্দর কবি ফারুক ওমর দা।
লিমেরিক ভালো হয়েছে।
শুভেচ্ছা প্রিয় কবি মি. ফারুক মোহাম্মদ ওমর।
চমৎকার লিমেরিক ,,,শুভেচ্ছা জানবেন
বাহ্ —- কবিদের তো এমনি হতে হয়। চমৎকার।
সুন্দর।