একটু আগে আকাশ ভেঙ্গে বৃষ্টি নেমেছিল। এখন ঝিরঝির বাতাস বইছে। কোথাও কেউ জেগে নেই; শুধু রিভার নাইল ছাড়া। অদ্ভুত এক অনভূতি কাজ করছে। কোন কিছুর জন্য নয়; কারো জন্য নয়! তার জন্যও নয়!
এমন রাতে আমি নিজেকে চিনি!
একটু আগে আকাশ ভেঙ্গে বৃষ্টি নেমেছিল। এখন ঝিরঝির বাতাস বইছে। কোথাও কেউ জেগে নেই; শুধু রিভার নাইল ছাড়া। অদ্ভুত এক অনভূতি কাজ করছে। কোন কিছুর জন্য নয়; কারো জন্য নয়! তার জন্যও নয়!
এমন রাতে আমি নিজেকে চিনি!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বিবিধ ভাবনায় উঠে এসেছে মাত্র কয়েক টা লাইন।অথচ এর গভীরতা অনেক।
শেষের লাইনটা মনে দাগ কেটেছে।
—– এমন রাতে আমি নিজেকে চিনি! মন ছুঁয়ে যাওয়া অনুভূতি। শুভ কামনা।
শুভেচ্ছা সহ শুভ কামনা মি. মিড ডে ডেজারট। শুভ সন্ধ্যা।
অনেক ভালো লাগলো ছোট্ট এই লেখাটি ।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়।
এমন চেনাও খুব সহজ নয় প্রিয় মিড দা। আপনার জন্য একরাশ শুভেচ্ছা।
ছোট কথায় অন্যান্য বিভাগের লেখাটি পড়তে মন্দ হয়নি।
ভালো লিখেছেন ভাই।
ওয়াও ডেজারট ভাই।
শুভেচ্ছা সহ শুভকামনা সবসময়।