এই বৈশাখে
এই বৈশাখে তোর সং সাজাবো
বাউল মনে রঙ লাগাবো
হলুদ শাড়ির আঁচল মেলে
আসবি যদি আলতা রাঙা পায়-
মুঠোর ভেতর সুখ গুঁজে তুই
আমার বুকে লুকিয়ে যাবি
বৃক্ষ ছায়ার হৃদয় বনে
হাজার বছর খুঁজে পাবি
পান্তাভাতে ইলিশ মরিচ, নতুন সংসার;
ঢোল ঢালুকের কেতন বাঁশি
তপ্ত রোদের গরম রাশি
পান্তা বাতাস-মেঘলা আকাশ
সব দুয়ারে সারা বাংলা
শহর গ্রাম একতারা সুর
পুরান ভেঙে নতুন হাসি।
পুরান ভেঙে নতুন হাসি … শুভেচ্ছা … অতঃপর …
ভালো লিখেছেন কবি টিপু সুলতান।
বাংলা নতুন বছরের সূচনা বৈশাখের শুভেচ্ছা কবি টিপু দা।
দারুণ কবি টিপু সুলতান ভাই। নতুনি বছরের শুভ কামনা।
জীবন অনেক সুন্দর।