বয়স কম হলো না

বয়স কম হলো না

বয়স মাটির কম হলো না
ফুলে ফলে উড়ছে কত যে বাসনা;
অথচ বুঝিলো না ভোরের রবি-
রাতের কিরন বিরল জোছনা;
বয়স মাটির কম হলো না।

ছায়াছবির বাঁধ হয়েছে মস্তবড়ো ক্রোধ
কান্না হাসির ঝিলিক দিয়েছে রোদ-
তবুও দক্ষিণা হাওয়া তাও দেখেছে
ভাঙা কাচের আয়না- প্রেমযমুনায়
ডুবে মরে যত সব বায়না।

২৮ চৈত্র ১৪২৫, ১১ এপ্রিল ১৯
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “বয়স কম হলো না

  1. মনোমুগ্ধকর একটা কবিতা । শ্রদ্ধেয় কবি আলমগীর দাদাকে শুভেচ্ছা। 

  2. সাধু চলতি ভাষার মিশ্রণ চলে এসেছে কবিবাবু। শুভেচ্ছা। :)

  3. কবিতায় আরও সিরিয়াস হোন কবি আলমগীর ভাই। প্লিজ।

  4. কবিতাকে আরও ভালো করার সুযোগ ছিলো কবি লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।