বয়স কম হলো না
বয়স মাটির কম হলো না
ফুলে ফলে উড়ছে কত যে বাসনা;
অথচ বুঝিলো না ভোরের রবি-
রাতের কিরন বিরল জোছনা;
বয়স মাটির কম হলো না।
ছায়াছবির বাঁধ হয়েছে মস্তবড়ো ক্রোধ
কান্না হাসির ঝিলিক দিয়েছে রোদ-
তবুও দক্ষিণা হাওয়া তাও দেখেছে
ভাঙা কাচের আয়না- প্রেমযমুনায়
ডুবে মরে যত সব বায়না।
২৮ চৈত্র ১৪২৫, ১১ এপ্রিল ১৯
——————————–
ধন্যবাদ।
মনোমুগ্ধকর একটা কবিতা । শ্রদ্ধেয় কবি আলমগীর দাদাকে শুভেচ্ছা।
সাধু চলতি ভাষার মিশ্রণ চলে এসেছে কবিবাবু। শুভেচ্ছা।
কবিতায় আরও সিরিয়াস হোন কবি আলমগীর ভাই। প্লিজ।
কান্না হাসির ঝিলিক দিয়েছে রোদ।
কবিতাকে আরও ভালো করার সুযোগ ছিলো কবি লিটন ভাই।