কথোপকথন-৩

— মন খারাপ?
— নাহ্ তো!
–তাহলে মুখ ভার কেন?
— কই নেই তো। বাড়িয়ে বলছো।
— চোখে জল কেন?
— পোকা পড়ছিল!
— বসে বসে কী দেখছো?
— স্বপ্ন দেখছি!
— এভাবে কেউ স্বপ্ন দ্যাখে বুঝি?
— দ্যাখে না বুঝি! না দেখুক,আমি তো দেখছি।
যা বাস্তবে পাওয়া যায় না তা স্বপ্নে পাওয়া যায়।
মনে শুধু আশা জাগায়।যদি কোনো ভাবে পেয়ে যাই।
— কিছু পেলে?
— হুম্! যা পেয়েছি তা মনে রেখেছি যতন করে।
প্রকাশ করলে যদি হারিয়ে যায় সেই ভয়।
— থাক! আর প্রকাশ করতে হবে না। আমি বুঝে গেছি।
— কী বুঝেছো?
— আমাকে দেখলেই বুঝি তুমি স্বপ্ন দ্যাখো।
— না তো! দেখা-অদেখায় যে সময় তার সবটা জুড়েই
তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। শুধু তোমাকে নিয়ে।
— তাই বুঝি!
— হ্যাঁ তাই!
— মেলায় যাবে? বাহারি পোশাকে,খোঁপায় বেলি ফুলে
নব রুপে সেজে। যাবে মেলায়।
— নিয়ে যাবে? জানো আমারও ইচ্ছে হয় তোমার সাথে
মেলায় যাই।হাত ধরে পাশে পাশে হাটি।আরও কত
কি। নিয়ে যাবে তো আমায়!
— হুম! নিয়ে যাবো। কথা দিলাম।

১১/০৪/২০১৯

12 thoughts on “কথোপকথন-৩

    1. শুভেচ্ছা গ্রহণ করলাম শ্রদ্ধেয় ।

      শ্রদ্ধা জানবেন।       

  1. 'আমারও ইচ্ছে হয় তোমার সাথে
    মেলায় যাই। হাত ধরে পাশে পাশে হাঁটি। আরও কত কি।

    নিয়ে যাবে তো আমায়!
    — হুম! নিয়ে যাবো। কথা দিলাম।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. লিখায় যতি চিহ্নে সামান্য সতর্ক হলে ভালো হয়। অনেক জায়গায় শব্দ জোড়া লেগে গেছে। অভিনন্দন কবি। 

    1. শ্রদ্ধেয় কবি আপনার সুন্দর মন্তব্য আমি স্ব আনন্দে গ্রহণ করলাম। আমি অবশ্যই সতর্ক হবো। এখনো অনেক কিছু শিখতে হবে আমার ।অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়।          

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়।      

  3. আহা কবি পথিক সুজন ভাই। অনেক অনেক পেছনে নিয়ে গেলেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. — মেলায় যাবে? বাহারি পোশাকে,খোঁপায় বেলি ফুলে
    নব রুপে সেজে। যাবে মেলায়।

    দেশের যেকোনো মেলা অথবা উৎসব মানেই হচ্ছে পোশাক দেখানো বাহার। 

    লেখককে ধন্যবাদ। 

  5. সুন্দর অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন কথোপকথন -৩ এ। শুভেচ্ছা কবি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।