জীবন পথে চলতে গিয়ে

জীবন পথে চলতে গিয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

এগিয়ে চলো চলো এগিয়ে, সাবধান! সামলে চলো পথ,
জীবনের পথে চলতে গিয়ে হয়ো না কভু ভগ্ন মনোরথ।
গুরু আশীষ মাথায় নিয়ে চলার পথে তুমি চল এগিয়ে,
জীবন মরণ বিধির লিখন, যেতে হবে সেই পথ দিয়ে।

জীবনে চলার পথে গুরুর নাম নিয়ে শুরু হোক যাত্রা তব।
জীবনে মরণে মায়াময় সংসারে শুধু আসা-যাওয়া নব নব।
গুরুর পদে নিষ্ঠা ভক্তি রাখি গুরু প্রদত্ত নামমন্ত্র কর সার,
ভজ সেই নাম জপ সেই নাম সেই নামমন্ত্র লহ অনিবার।

কর যজন যাজন আর ইষ্টভৃতি গুরু পদে রাখ শ্রদ্ধা ভক্তি,
রোগ শোক তাপ দূরে যাবে জরা, নামে আছে মহা শক্তি।
রাধা নামের ভাসিয়ে তরী জপ নাম অবিরাম ভজ ইষ্টনাম,
নামের গুণে ভব সিন্ধুপারে যাবে পূর্ণ হবে সকল মনস্কাম।

জীবন পথে চলতে গিয়ে, ভাসিয়ে দাও রাধা নামের তরী,
লক্ষ্মণ বলে, ওগো দয়াল, পুজবো তোমায় সারাজীবন ধরি।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

7 thoughts on “জীবন পথে চলতে গিয়ে

  1. 'জীবন পথে চলতে গিয়ে, ভাসিয়ে দাও রাধা নামের তরী,
    লক্ষ্মণ বলে, ওগো দয়াল, পুজবো তোমায় সারাজীবন ধরি।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. গুরুর পদে নিষ্ঠা ভক্তি রাখি গুরু প্রদত্ত নামমন্ত্র কর সার,
    ভজ সেই নাম জপ সেই নাম সেই নামমন্ত্র লহ অনিবার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. এগিয়ে চলো চলো এগিয়ে, সাবধান! সামলে চলো পথ। 

  4. লক্ষ্মণ ভাণ্ডারী দা। আপনার লেখা পড়ি ঠিকই আপনি কোথায়? দয়া করে একই মন্তব্য কপি পেস্ট করে সবাইকে দেরেন না প্লিজ।প্রয়োজনে লেখা প্রকাশ বিরত রেখে কিছুদিন বিশ্রাম নিন। প্রণাম। 

    1. আপনার কথা রেখেছি। তাই দু দিন পর পোস্ট দিলাম। পাঠ করতে অনুরোধ রইল।

      সাথে থাকুন। পাশে রাখুন। জয়গুরু।

মন্তব্য প্রধান বন্ধ আছে।