এলো আবার বৈশাখ ধরনীর বুকে
মনের যত দুঃখ, গ্লানি মুছে দিয়ে,
পুরাতনকে জানিয়ে বিদায়,
নতুন করে সাজাতে সুন্দর ভূমিতল।
বৈশাখীর মহাতাণ্ডব লীলার করুণ
সুরের বীণায় প্রকৃতির ‘পরে
কনকলতা কাঁপন তোলে সংগোপনে___!
মৃত্তিকার রিক্ত কাতরতার মুর্ছনায়
শুকনো পাতার আড়ালে পথের
ধুলো লুকাই___।
গোধুলী বেলায় গ্রাম্য বধুর অশান্ত
চোখের কোন তারায়___।
বৈশাখ আসে যেন উৎসব মুখরিত
পরিবেশে পুণ্যাহ আর সানাই রঞ্জিত সুরে।
কালের প্ররিক্রমায় চিরন্তন অস্তিত্বে______
স্বাধীন ব্যক্তি স্বত্তা নিয়ে বাঙালীর ঘরে-ঘরে ।
_______________________________
লেখাটি বেশ পুরনো ও পরিমার্জিত … ১৩/০৪/১৮
শুভ বাংলা নববর্ষ মি. পথিক সুজন। আনন্দ হোক সঙ্গী।
বাংলা নববর্ষ পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই।
নতুন আলোয়
নববর্ষ কবি পথিক সুজন ভাই।
নববর্ষের শুভেচ্ছা কবি দা।