পচা শামুকের বাচ্চা
পার্টিকর্মীরা দুষ্কৃতকারী নয়
দুষ্কৃতীরাও কোনো পার্টিরই নয়।
রং বদলায় দুষ্কৃতী থাকে এক
ক্ষমতার কোল তাদেরকে করে ব্যাক।
জনগণ ভাবে এরা ভালো ওরা মন্দ
আসলে তো ওই দুষ্কৃতীরাই গন্ধ।
একদিন যারা কংগ্রেস করেছিল
চোখের পলকে সিপিএম হয়ে গেল।
যেই সিপিএম মাথায় পড়ল বাজ
তারাই হলো তৃণমূল তোলাবাজ।
তৃণরা যেদিন গদী থেকে হড়কাবে
ভোল পাল্টিয়ে বিজেপি হয়ে যাবে।
ক্ষমতা এমন মধুর ক্ষেত্র জানি
রাম রাবণের ভেদ শুধু জল পানি।
রক্ষা সবাই সুবিধাবাদী তো নয়
ওই লুম্পেন সুবিধাবাদীরা ভয়।
অচেনা নয়; সর্বত্রই যেন পচাদের স্বর্গবাস কবি সৌমিত্র চক্রবর্তী।
ঠিক বলেছো প্রিয় ভাই।
উপমহাদেশের রাজনীতি আর রাজনৈতিক ভণ্ডদের চরিত্র তাহলে অভিন্ন। কি বলেন সৌমিত্র চক্রবর্তী।
নিশ্চয়ই নিশ্চয়ই কবি সুমন আহমেদ ভাই।
রাজনীতির দুষ্কৃতকারী সমাজের ভাইরাস।
শতভাগ সত্য কবিবোন শাকিলা তুবা।
সর্বত্রই দেখা যায় রাজনীতিকদের চরিত্র দেখি একই রকম।
অনেক শুভেচ্ছা রইল কবি।
আপনাকেও শুভেচ্ছা আনু আনোয়ার ভাই। আরও সরব হোন।
বাহ, যথারীতি রক্তে আগুন ধরা লেখা! আপনিই পারেন। নিরন্তর শুভেচ্ছা।
সেক্যুলার ভারতে শাসন ব্যবস্থায় বিরাট পরিবর্তন হতে চলেছে অর্ক ভাই।
সত্য উচ্চারণ
অন্যান্য পোস্ট চেক করে দেখলাম গড়ে ১ মিনিটে আপনি একটি করে পোস্ট পড়ে তাতে মন্তব্য করতে পারেন। অভিনন্দন কবি শংকর দেবনাথ দা।
বর্তমানের প্রেক্ষাপটের ওপর দাঁড় করিয়েছেন কবিতাটি কবি সৌমিত্র দাদা। অনবদ্য সৃষ্টি।শুভেচ্ছা…..
ধন্যবাদ কবি বোন হাসনাহেনা রানু।