আকাশটাই তো তোকে দিয়ে দিয়েছি

আকাশটাই তো তোকে দিয়ে দিয়েছি

আমার একটা আকাশ আছে
নীল আকাশ;
আচ্ছা! তোর কি ডানা আছে?
তবে ভেসে থাক আমার আকাশে,
মুঠো মুঠো নীল দেব তোর ডানায় মেখে
হালকা নীল
গাঢ় নীল,
কখনো মেঘ দেব
কখনো বৃষ্টি
কখনো রোদ
কখনো কুয়াশা,
ভালোবাসার আকাশে কোন কিছুর কমতি থাকে না;

ভালোবাসা নিবি?
আরে বোকা পুরোটা আকাশটাই তো তোকে দিয়ে দিয়েছি।

6 thoughts on “আকাশটাই তো তোকে দিয়ে দিয়েছি

  1. ভালোবাসা নিবি?
    আরে বোকা পুরোটা আকাশটাই তো তোকে দিয়ে দিয়েছি।

    অসাধারণ কবি যাযাবর ভাই। শুভসকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. এক্কেবারে মনের কথা বলে দিয়েছেন প্রিয় নির্বাসনের কবি যাযাবর জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আকাশটাই তো তোকে দিয়ে দিয়েছি' তারপরও আর কী চায় সে ? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।