স্বপ্নের আড়ালে জীবন মেঘে ঢাকা
প্রাপ্তির ফলাফল নাগরদোলায়
উপেক্ষিত জীবন বৈষম্য ছাড়া কিছু নয়
তুলির আঁকা চিত্র গুলো
ধুলায় লুটানো বিবর্ণ প্রায়
পারিকর্ম জীবন বিন্যাসে
পরাস্ত গঙ্গারাম
নিরম্ভর ভালোবাসায়
নির্গ্রস্থ হতে খোঁজে মোক্ষ্ম।
নখরায়ুধ বধু পকেটের তমোময় গৃহে
সূর্যালোক না হোক কৌমুদী ভালোবাসা খোঁজে
ঝাঁপি উল্টে যায়
দুঃস্বপ্নের লাশ তোলপাড় করে
তেরেট কাগজে, কলমে কালিতে,
জীবনে যৌবনে।
ত্রপিত মানুষ পৌনঃপুনিক স্বপ্নের ভিখারি
ফারখতির বিধায়ক নয়।
কিছু কিছু শব্দের অর্থ আমি বুঝিনি। ওভারঅল কবিতার গড়ন ভালো হয়েছে মনে হলো।
ত্রপিত মানুষ পৌনঃপুনিক স্বপ্নের ভিখারি।
ধন্যবাদ খেয়ালী ভাই।
ধন্যবাদ।
বেশ।