জ্যোৎস্নার পাতাল চাঁদ
তোমার ঠোঁট থেকে হাসি ছিনিয়ে চিবুতে থাকি।
তারপর! আমার ঠোঁট হতে এলাচি গন্ধ
দুরস্তরে ঘ্রাণ ছড়ায়-নানা দিক
শিল্পনগরী রমরমা যাত্রার সফলতা নিবিড় উদাহরণ,
গমগম ভিড়ের গায়ে মুক্তিপাগল উর্বর মাঠ,
অচেনা অন্ধকারে জ্যোৎস্নার পাতাল চাঁদ-
অমর মঞ্জিলে নীরব সুনসান দীর্ঘ রাতে
বঙোপ সাগর সাঁতরিয়ে পুঞ্জদিল শিল্প ছড়ায়
ভালো লাগা আগুনে মেহগুচ্ছ প্রগাঢ় শরীরমুখোয়;
রূপালি কাবিনে নগদ প্রেম তোমার গোলাপি ঠোঁটে
তোমার মায়াবী তরল চাহনি তীব্র প্রশ্ন ঝরায়-
উন্মাতাল হৃদয় গ্রেফতার করে স্বপ্নকাল
ভুলভাল বৃক্ষপাতার নাচ, এভাবে আরো তোমাকে;
বঙোপ সাগর সাঁতরিয়ে পুঞ্জদিল শিল্প ছড়ায়
ভালো লাগা আগুনে মেহগুচ্ছ প্রগাঢ় শরীরমুখোয়।
সুন্দর হয়েছে কবি।
শুভেচ্ছা কবিদি
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি টিপু দা।
শুভেচ্ছা দিভাই
দারুণ কবি টিপু সুলতান ভাই।
ভালবাসা কবিদা
জ্যোৎস্নার পাতাল চাঁদ যেন স্বচ্ছ এক কবিতার প্রতিরূপ।
শুভেচ্ছা কবিভাই
ধন্যবাদ আপনাকে।
কবিতায় শুভেচ্ছা কবি টিপু সুলতান।