খরা চলছেই
খরার খরচ কে না চায়…?
চাতক, সাপ, ব্যাঙ, পিঁপড়ে সেপাই… ওরা সবাই!
আমিও চাই কেটে যাক কলমের খরা
তুমুল শব্দবহুল বৃষ্টিতে কেঁপে উঠুক কবিতার ধরা!
আদৌ কিছুতে কিছু হচ্ছে না যে…..
জেগে ঘুমিয়ে আছে
আদমসুরত, সপ্তর্ষিমণ্ডল, ওরা…..!
তবুও বাক্যদূতের কোনো খবর নেই
আমার কেবলই পুরাতন নামতা বারবার পড়া!
তবে কি আর ভাঙবে না রাতের দেয়াল
তবে কি আর ফিরবে না মৃতনদীর খেয়াল?
কবিতায় সুন্দর প্রকাশ প্রিয় কবি। একদিন কেটে যাবে কলমের খরা।
খরাকে জয় করা চাই কবি।
সুন্দর কবিতা।
খরাকে জয় করা চাই প্রিয় কবি।
আমরা শুধু নয়, আমাদের কেবলই পুরাতন নামতা বারবার পড়া!" সুন্দর।