গ্রীষ্মের আকাশ তেতে থাকে সূর্যের রাগে

কেও ইচ্ছে করে পাখি হতে চায়
কারো পাখির জীবন
বানভাসি বাধ্য হয়ে এ ঘাটে ও ঘাটে ভাসে
মাছ ভেসে বেড়ায় উল্লাসে
কাক ময়লা ঠোকরায়
কাঠঠোকরার ঠোকর কাঠে
পানকৌড়ির মাছে
মানুষ ঠোকরায় ঘাটে ঘাটে;

যাযাবরে মন কখনো পাখি হয়
কখনো মাছ
কাকে জানি খুঁজে বেড়ায় এ ঘাট ও ঘাট!

শরতের আকাশে নানা রঙের মেঘ ভাসে
বৈশাখের আকাশে ঝড়
শীতের আকাশ কুয়াশায় আচ্ছন্ন
গ্রীষ্মের আকাশ তেতে থাকে সূর্যের রাগে;

যাযাবর সব আকাশেই নীল খোঁজে
তার মন আকাশে কখনো মেঘের ভেলা
কখনো চাঁদের খেলা,
যাযাবর মন ভেজে বৃষ্টি বিলাসে
কখনো জ্যোৎস্নাস্নানে
আর কোনো এক ‘তুই’ এর অবগাহনে।

10 thoughts on “গ্রীষ্মের আকাশ তেতে থাকে সূর্যের রাগে

  1. শরতের আকাশে নানা রঙের মেঘ ভাসে …
    বৈশাখের আকাশে ঝড়, শীতের আকাশ কুয়াশায় আচ্ছন্ন।

    প্রকৃতির সাথে মনের মেল বন্ধনকে অপরূপ সাজিয়েছেন প্রিয় নির্বাসনের মানুষ। :)

  2. বরাবরই বলার চেষ্টা করি, আপনার কবিতার সহজ বোধন একটি প্রধান বিষয়। :)

  3. যাযাবরে মন কখনো পাখি হয়
    কখনো মাছ
    কাকে জানি খুঁজে বেড়ায় এ ঘাট ও ঘাট!

    তাইতো ভাবি যাযাবর কেন পথ খুঁজে পায় না। ভালোবাসা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।