রোদ সারাদিন মেঘের বুকেই ভাসে

রোদ সারাদিন মেঘের বুকেই ভাসে

থামতে বলেছিলে থেমে গেছি,
হয়তো সময় লেগেছিল খানিক বেশী।
চলে আসা মানে যে ফিরে আসা নয় ;
তুমি জানো,আমিও জানি।
তবু তোমাকে থামতে বলিনি কোন দিন,
যতো অশ্বক্ষমতায় ছুটে চলোনা কেন ;
একদিন ঠিক টের পাবে-
রোদ সারাদিন মেঘের বুকেই ভাসে।
আমি জ্যোস্না হয়ে আসবোনা
তোমার রাতের আকাশে।।

9 thoughts on “রোদ সারাদিন মেঘের বুকেই ভাসে

  1. রোদ সারাদিন মেঘের বুকেই ভাসে। সুন্দর কবিতা কবি রোদেলা নীলা। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. বাহ্ কবিবোন রোদেলা নীলা। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।