রোদ সারাদিন মেঘের বুকেই ভাসে
থামতে বলেছিলে থেমে গেছি,
হয়তো সময় লেগেছিল খানিক বেশী।
চলে আসা মানে যে ফিরে আসা নয় ;
তুমি জানো,আমিও জানি।
তবু তোমাকে থামতে বলিনি কোন দিন,
যতো অশ্বক্ষমতায় ছুটে চলোনা কেন ;
একদিন ঠিক টের পাবে-
রোদ সারাদিন মেঘের বুকেই ভাসে।
আমি জ্যোস্না হয়ে আসবোনা
তোমার রাতের আকাশে।।
রোদ সারাদিন মেঘের বুকেই ভাসে। সুন্দর কবিতা কবি রোদেলা নীলা। শুভ সকাল।
শুভেচ্ছা শতত
ধন্যবাদ লিটন ভাই ।
ভালো লিখেছেন কবি।
শুভেচ্ছা সুমন ভাই ।
বাহ্ কবিবোন রোদেলা নীলা। অভিনন্দন।
ধন্যবাদ সৌমিত্রদা।
অভিনন্দন কবি রোদেলা নীলা।