জন্ম হতে মৃত্যু অবধি

জন্ম হতে মৃত্যু অবধি পঞ্চাশ আশি বা শতাব্দী
আয় রোজগার সুখ শান্তির জীবন বড়জোর,
তার প্রতি এতই ভক্তি নিয়োগ করা সকল শক্তি
অজ্ঞতা বলা যায় নাকি প্রলোভনের ঘোর?

আসা যাওয়া খালি হাতে মনি মুক্ত ভরা তাতে
শুন্য হতে আসা আবার শুন্যে বাঁধা ঘর,
মধ্যিখানে কান্না হাসি ঘৃণা ভালোবাসা বাসি
প্রাণের চেয়ে আপন আবার শত্রুর চেয়ে পর!

রক্তারক্তি কাটাকাটি তোষামোদ পা চাটাচাটি
পরের ধনের পোদ্দারিতে শুধুই রদবদল,
মানবতার দোহাই দিয়ে হায়া লজ্জা লুটে নিয়ে
তালের সাথে তাল মিলিয়ে শোসন জোর দখল!

জীবন যেন চোখের পলক তাতেই রিপুর এত পুলক
নিজেরটা উপভোগ করে ধরা অন্যের ঘর,
অপচয়ের পাল্লা চলে দাম্ভিকতার শক্তি বলে
পরকে আপন করতে গিয়ে আপনই হয় পর!

তুচ্ছ ক্ষুদ্র আলিঙ্গনে অপবিত্র মধুর ক্ষণে
ওই অভাগা যদি আসল কর্ম ভূলে যায়,
এই ভুবন তো ক্ষণিক ভুবন আসল পরকালের জীবন
সে জীবনের অশেষ শান্তি তার জন্য তো নয়!

দুটি ফোঁটা চোখের জলে কত তৃপ্তি মেলায় দিলে
পরিপক্ব মজবুত হয় পরকালের ঘর,
লুটে নিয়ে অন্যের ধন ক্ষণিক সুখে মোহিত মন
স্রষ্টা নয় আজ সৃষ্টি পূজায় মত্ত এই সংসার!

জন্ম হতে মৃত্যু অবধি ষাট আশি বা শতাব্দী
উপাসনার আরাধনার জীবন বড়জোর,
তারই মধ্যে অজস্র পাপ অনৈতিক এই কার্যকলাপ
নিষ্ঠাবানের পরপারে শান্তি নিরন্তর।

10 thoughts on “জন্ম হতে মৃত্যু অবধি

  1. দুটি ফোঁটা চোখের জলে কত তৃপ্তি মেলায় দিলে
    পরিপক্ব মজবুত হয় পরকালের ঘর,
    লুটে নিয়ে অন্যের ধন ক্ষণিক সুখে মোহিত মন
    স্রষ্টা নয় আজ সৃষ্টি পূজায় মত্ত এই সংসার! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অসাধারণ প্রকাশ করেছেন কবি বাবু ভাই। দিন বদলের ডাক আসুক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. কবিতাটি পড়লাম কবি বাবু দা। আপনাকে লগিন অবস্থায় দেখি অথচ অনেকের পোস্টে মন্তব্য দিতে দেখিনা। কেন? :) আমি তো সবাইকে মন্তব্য দেই। ভাবছি কমিয়ে দিলে বা একেবারেই না দিলে কেমন হবে। 

    1. আমি ভীষণ লজ্জিত দিদি এমনটা হবার জন্য। আসলে আমি অনলাইন থাকি বটে তবে অফিসের কাজ করি সেম পিসিতেই লগিন থাকি। সামান্য সময় যখন পাই তখন মন্তব্যের প্রতিউত্তর ও করি আর অন্যের পোষ্টে কমেন্ট ও করি। আসলে অনেকে পোষ্ট না পড়ে কমেন্ট করে কেটে পড়েন ফর্মালিটি মেইন্টেইন করার জন্য। ভাবছি আমিও এমন করবো কারন আমি সময় খুব অল্প পাই ব্লগে আসার। ধন্যবাদ দিদি। ভালো থাকবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।