রঙ দিশাহারা

রঙ দিশাহারা

ইতিহাস এখন ক্ষমতা থাকার নৈতিকতা
সৃষ্টি পাথর হয়েছে-আর মানবতার গায়ে
পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার রঙে লাল
রাস্তার মোড় এমনকি বসতবাড়ি আঙ্গিনাও।

সত্যই ভুলে যাচ্ছি অতীত ঐতিয্যের ভাবনা;
তাই তো সুর্যের কিরণ বহুরূপী সাজবহর লাবণ্য
কখন উষ্ণ-কখনো বরফ গলা শীতলতার দৈন্য;
অথচ সেই জন্ম জন্মান্তরে প্রণয়ের ছিল সম্য।

কিন্তু এ প্রযুক্তির মাঝে নব্য প্রজন্ম শুধু দিশাহারা-
কারণটা যেনো নগ্ন ক্ষমতা আর অবোঝ মানবতা!
আয় বিবেক ফিরে আয় হারাস না রঙ দিশাহারা।

১২ বৈশাখ ১৪২৬, ‍২৫ এপ্রিল ১৯
———————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “রঙ দিশাহারা

  1. যেনো নগ্ন ক্ষমতা আর অবোঝ মানবতা …
    আয় বিবেক ফিরে আয় হারাস না রঙ দিশাহারা। সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন————-

  2. রং দিশেহারায় দিশেহারা হলাম কবি আলমগীর সরকার ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. জ্বি প্রিয় কবি সুমনা দা
      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন————-

  3. নব্য প্রযুক্তির মাঝে আমাদের নতুন প্রজন্ম দিশাহীন হয়ে পড়ছে কবি লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি প্রিয় কবি সৌমিত্র দা
      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন————-

    1. জ্বি প্রিয় কবি রিয়া দিদি
      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন————-

    1. জ্বি প্রিয় কবি তুবা আপু
      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন————–

মন্তব্য প্রধান বন্ধ আছে।