রঙ দিশাহারা
ইতিহাস এখন ক্ষমতা থাকার নৈতিকতা
সৃষ্টি পাথর হয়েছে-আর মানবতার গায়ে
পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার রঙে লাল
রাস্তার মোড় এমনকি বসতবাড়ি আঙ্গিনাও।
সত্যই ভুলে যাচ্ছি অতীত ঐতিয্যের ভাবনা;
তাই তো সুর্যের কিরণ বহুরূপী সাজবহর লাবণ্য
কখন উষ্ণ-কখনো বরফ গলা শীতলতার দৈন্য;
অথচ সেই জন্ম জন্মান্তরে প্রণয়ের ছিল সম্য।
কিন্তু এ প্রযুক্তির মাঝে নব্য প্রজন্ম শুধু দিশাহারা-
কারণটা যেনো নগ্ন ক্ষমতা আর অবোঝ মানবতা!
আয় বিবেক ফিরে আয় হারাস না রঙ দিশাহারা।
১২ বৈশাখ ১৪২৬, ২৫ এপ্রিল ১৯
———————————–
যেনো নগ্ন ক্ষমতা আর অবোঝ মানবতা …
আয় বিবেক ফিরে আয় হারাস না রঙ দিশাহারা। সুন্দর।
জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————-
রং দিশেহারায় দিশেহারা হলাম কবি আলমগীর সরকার ভাই।
জ্বি প্রিয় কবি সুমনা দা
কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————-
নব্য প্রযুক্তির মাঝে আমাদের নতুন প্রজন্ম দিশাহীন হয়ে পড়ছে কবি লিটন ভাই।
জ্বি প্রিয় কবি সৌমিত্র দা
কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————-
বাহ্ কবিবাবু।
জ্বি প্রিয় কবি রিয়া দিদি
কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————-
ভালো লিখেছেন কবি আলমগীর সরকার।
জ্বি প্রিয় কবি তুবা আপু
কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————–