কনুইয়ে সূর্য

কনুইয়ে সূর্য

— সারা পৃথিবী টাইট হয়ে গেছে
জামার হাতা ছোট, সাবানে কেচে।
ঘরে ঢুকতে দরজা-ছ্যাঁচা খাচ্ছি
খাটেও শরীর আঁটছে না গো, সচ্চি!
সেদিন বেড়াতে গেলাম হাসপাতালে
আমি আর তুই দুই চড়মাতালে
টি কর্নারে চুমুক দিচ্ছি চা’য়
আহ, পেশেন্টও ধাক্কা মেরে যায়!
ফেরার ট্রেনে এগিয়ে এল দেয়াল
হাতে ঘষটা খেলাম বেখেয়াল

— তার মানে তুই মুটিয়ে গেছিস, ছোঁড়া?
— কনুইয়ে সূর্য উঠেছে রে —বিষফোঁড়া!

5 thoughts on “কনুইয়ে সূর্য

  1. ছড়া হলেও আপনার লিখনিতে প্রকাশ অনন্য। ভালো লাগে পড়তে প্রিয় চন্দন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. পুরো বক্তব্যের সাথে সাথে শেষের দুটি লাইন আমার কাছে বেশী ভালো লেগেছে কবি চন্দন ভট্টাচার্য।

মন্তব্য প্রধান বন্ধ আছে।