গাঁয়ে আছে ছোট ঘর

গাঁয়ে আছে ছোট ঘর
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে ছোট ঘর ছোট ছোট গাছ,
ছোট ছোট দিঘিজলে খেলে ছোট মাছ।
ছোট ছোট ফুল ফোটে ফুলের বাগানে,
ছোট এক আছে কূয়া গাঁয়ে মাঝখানে।

ছোট সরু গলি পথে আসে যত মেয়ে,
ছোট ছোট গরুগাড়ি চলে দ্রুত ধেয়ে।
ছোট ছোট গাছে কত ধরে কচিপাতা,
ছোট শিশু হাত ধরি হাঁটে পথে মাতা।

ছোট এক নদী আছে গ্রাম সীমানায়,
ভাটিয়ালী গায় মাঝি ছোট তরী বায়।
আপন বেগেতে ছোট নদী বয়ে চলে,
ছোট মাছ ধরে বক অজয়ের জলে।

ছোট পাখি গীত গায় নদীতটে গাছে,
অজয়ের দুই পারে ছোট গ্রাম আছে।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

6 thoughts on “গাঁয়ে আছে ছোট ঘর

  1. ছোট পাখি গীত গায় নদীতটে গাছে,
    অজয়ের দুই পারে ছোট গ্রাম আছে।

    আজকে যদিও আপনার ব্যবহৃত প্রচ্ছদে অজয়কে চেনা মনে হলে হলো না, তারপরও বলি লিখা সুন্দর হয়েছে মি. ভাণ্ডারী। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনেক অনেক শুভকামনা জানবেন কবি লক্ষ্মণ ভাণ্ডারী। ভালো পদ্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. আজ আমার অজয় নদী পেয়েছি। আমি খুশি ভাণ্ডারী ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।