বৈশাখ-ইলিশ-পান্তা
বৈশাখ এলে কিছু লোকের চাইযে ইলিশ পান্তা
কারো মুখে কথার খই যেনো সবজান্তা।
আমি বাপু পান্তার সাথে ইলিশ মাছের ফান না
ইলিশ দিয়ে পান্তা হলে আমার আসে কান্না।
পান্তাভাতে ইলিশ গুলে অখাদ্য কেউ খায়
হঠাৎ করে বাঙালি যে তারাই বুঝি চায়!
পান্তার সাথে ভাঁজা মরিচ, লঙ্কা, কাঁচা পিঁয়াজ
কাঁঠাল কিম্বা আম কলাতেও হতেই পারে লিয়াজ।
এসো এসো হে বৈশাখ আমার দ্বারে এসো
পান্তা ইলিশ সঙ্গে আনলে আমাতে না মেশো।
এসো এসো হে বৈশাখ আমার দ্বারে এসো
পান্তা ইলিশ সঙ্গে আনলে আমাতে না মেশো।
যে কোন বৈশাখে ইলিশকে দূরে সরিয়ে রাখা কঠিন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মুক্তির সম্ভবনা কম।
এসো এসো হে বৈশাখ আমার দ্বারে এসো
পান্তা ইলিশ সঙ্গে আনলে আমাতে না মেশো।
একেবারেই একমত। ভারতের যেখানে আমি থাকি ইলিশের গন্ধ সেখানে নাই। খেতে মন চায়। অবুঝ এ মন যে মানেনা কবি।
সুন্দর।
ইলিশ দিয়ে পান্তা হলে আমার কান্না নয় আনন্দ হয় কবি।