দেখেছি তোকে দুর্বোধ্য চোখে

বড্ড দুর্বোধ্য নদী,
কত কত বাঁক পেরিয়ে তবেই না সাগর;
সবগুলো বাঁক তুমি দেখেছে?
নদীই কি দেখে তার পেছনের বক্ররেখা?
সে তো শুধুই বয়ে যায়
সামনের দিকে
সাগরের পানে;
আঁকাবাঁকা পেছনে ফেলে আসা বক্ররেখা দেখার সময় কোথায় তার?

নারীর বাঁক নদী থেকে কোন অংশে কম?
শরীর ও মনের;
নদীর মতই পেছন ফেরে না নারী
দেখে না অতীতের বক্ররেখা
সামনে ভবিষ্যতের হাতছানি
সামনে দুরন্ত জীবন
দুর্বোধ্য নয়? নারী;

আমি নদী দেখেছি
দেখেছি নারী,
দেখেছি তোকে দুর্বোধ্য চোখে
দুর্বোধ্যতায় তুইই বা কম কিসে?

6 thoughts on “দেখেছি তোকে দুর্বোধ্য চোখে

  1. নদীর মতই পেছন ফেরে না নারী
    দেখে না অতীতের বক্ররেখা
    সামনে ভবিষ্যতের হাতছানি
    সামনে দুরন্ত জীবন
    দুর্বোধ্য নয়? নারী; ___ ইয়েস নারী নিশ্চয়ই দুর্বোধ্য স্যার। সহমত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gif

  2. আঁকাবাঁকা পেছনে ফেলে আসা বক্ররেখা দেখার সময় কোথায় তার? হুম কবি যাযাবর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

  3. অপরূপ এবং স্মরণে রাখার মতো কবিতা কবি যাযাবর ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।