শুধু আসা যাওয়া
এসো বললেই সকাল হয়, সূর্য ওঠে অকৃত্রিম
এসো বললেই মিথ্যে হয় কোটির গুনিতক।
প্রত্যেক ফিরে আসার পরমূহুর্তেই
শুরু হয় ফের ফিরে যাওয়ার কাউন্টডাউন,
এক্সপ্রেসওয়ের ডিভাইডারের প্রত্যেক খাঁজ
উঁকি মেরে চলে চাতকী আশায়।
এসো বললেই লু এর রক্তচোখ নিস্তেজ,
ক্যাকটাসে আগুন দাউদাউ –
সান্ধ্যরত্নে টিপটিপ জোনাকিরা শঙ্খ বাজায়।
অদূর অতীতের যত অভিমানী মুখ
গম্ভীরা গানের তালে মাথা দুলিয়েছে,
লুকানো কোটর থেকে মাথা তোলে নিবিড় আবেশে ;
যাওয়ার ঘন্টা বাজলেই যে আসার আশা
চক্রবৎ ঘুরে চলে নিরন্তর ছদ্মবেশে,
হাজার আকুতিতে রূপদর্শণ অধরাই থাকে।
এসো বললেই কি ফিরে আসা যায়!
যাওয়ার ঘন্টা বাজলেই যে আসার আশা
চক্রবৎ ঘুরে চলে নিরন্তর ছদ্মবেশে,
হাজার আকুতিতে রূপদর্শণ অধরাই থাকে।
এসো বললেই কি ফিরে আসা যায়!
শুভ সকাল প্রিয় ভাই। ভালোবাসা জেনো।
কয়েকবার করে পড়লাম কবিতাটি সৌমিত্র চক্রবর্তী। যতবার পড়ি ততোবরই মুগ্ধ হই।
খুশি হলাম কবি সুমন আহমেদ ভাই। ভালোবাসা।
না দাদা, এসো বললেই ফিরে আসা যায় না!
তাতো বটেই কবি নিতাই বাব। আদাব ভালোবাসা।
চমৎকার একটি কবিতা। শুভেচ্ছা ভরপুর।
ধন্যবাদ কবি অর্ক ভাই। ভালোবাসা।
চমৎকার কবি দা
ধন্যবাদ কবি লিটন ভাই। ভালোবাসা।
অসাধারণ কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ কবিবোন শাকিলা তুবা।
অদূর অতীতের যত অভিমানী মুখ
গম্ভীরা গানের তালে মাথা দুলিয়েছে,
লুকানো কোটর থেকে মাথা তোলে নিবিড় আবেশে ;
চমৎকার বাক্য চয়ণে কবিতাটি।খুব ভাল লাগল।
ধন্যবাদ মমি ভাই। ভালোবাসা।