আমি এই অন্ধকারেই খুঁজছি চাবিটা

এই ঘরে কেউ থাকে না
অন্ধকার কালো ঘর
আমার একটা চাবি হারিয়েছে
আমি এই অন্ধকারেই খুঁজছি চাবিটা
আমার আসলে শুধু চাবি নয়
আমি একটা পাখিও হারিয়েছি
তাকেও খুঁজছি —

একটা কালো বেড়ালের সন্ধানে আছি কতকাল
আমার মনে হয় ঐ বিড়ালটাও সেখানে আছে
একটা উজ্জ্বল চাঁদ লাগিয়ে দেব ঐ অন্ধকার ঘুপচি ঘরের গলিতে
ফকফকা জোছনার বিভ্রমে কালো বিড়াল
অথবা আমার টুকটুকে পাখি
আর চাবি সব খুঁজে নেব !

05/08/13

5 thoughts on “আমি এই অন্ধকারেই খুঁজছি চাবিটা

  1. সেই ভালো নাজমুন নাহার আপা। অনুসন্ধান জারি থাক। শেয়ারিং এ ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. এই দুঃসংবাদের কবিতায় সমবেদনা জানাই কবিবোন। ভালো কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. কাব্য কল্পনায় যেন দৃশ্যপট দেখতে পেলাম দিদি ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।