ঝড় আসুক অমিত লাবন্যের ভালোবাসায়

এই জন্মে তোমাকে নাই বা পেলাম,
অন্য জন্মে তোমাকে পাবোই পাবো
এমন বিশ্বাসের মুখে ঝাঁটা মেরে,
ভালোবাসার এমন বানীতে না ভুলে,
তোমাকে ভুলেই যাবো এমন কথা ভাবি,
প্রতিদিন, প্রতিক্ষন। আর অস্পষ্টতার ঘেরাটোপে নিজেকে মুড়িয়ে রাখি নিরন্তর।

অথচ প্রতিদিন বেহেয়ার মতো একবার হলেও
ঢুঁ মেরে দেখে নেই তোমার এফবির পাতা,
ইনষ্ট্রোগ্রামের ছবি অথবা ম্যাসেঞ্জারে পাঠানো ভালো আছো বা ভালো আছির
সংক্ষিপ্তসার নানান রঙ, বেরংগের বারতা।

আমি অমিত রায়ের মতো কেতকীতে,
তুমি, লাবন্য,
শোভনলালের কোমলতায়,
দিন কাটাচ্ছি সুখে থাকার জীবন্ত অভিনয়ে,
ভালোবাসা যেখানে এসে ঠেকে এক বা দুই,
সন্তান সন্ততীর মায়াজালে,
মিথ্যে ভালো থাকার বসত বসতীতে।

তার চেয়ে বরঞ্চ এসো, প্রাথনায় বসি,
তার চেয়ে বরঞ্চ এসো, যুদ্ধে নামি,
তার চেয়ে বরঞ্চ এসো, আয়লা বা ফণীর মতো
এক বিধ্বংসী ঝড় তুলি, জীবনের এই নিস্তরঙ্গ
মিথ্যে ভালো থাকার সংসারে।

4 thoughts on “ঝড় আসুক অমিত লাবন্যের ভালোবাসায়

  1. আপনার কবিতার সৌন্দর্য্যই আলাদা। প্রশংসা করলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আমি অমিত রায়ের মতো কেতকীতে,
    তুমি, লাবন্য,
    শোভনলালের কোমলতায়,
    দিন কাটাচ্ছি সুখে থাকার জীবন্ত অভিনয়ে।

    জীবন কত ভাবেই না অতিবাহিত হয় কাজী রাশেদ ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. ঝড় আসুক অমিত লাবন্যের ভালোবাসায়। জীবনের এই নিস্তরঙ্গ মিথ্যে ভালো থাকার সংসারে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. কবিতাটি পড়লাম ভাই। সুন্দর।

মন্তব্য প্রধান বন্ধ আছে।