নগর

অামি কবি, অামি বক্তা, অামি রাজনীতিবিদ
অামাকেই খুঁজিতে হইবে কোটি মানুষের সন্ধান,
করিতে হইবে তাদের অন্ন সংস্থান
যারা মরিছে শহরে, গঞ্জে, পথে, ঘাটে, সমুদ্রের পাড়ে।

অামি দেবতা,অামি ঈশ্বর, অামি ভগবান সেবেছি নিত্য
তাহাকেই খুঁজিয়াছি অামি অরণ্যে, মহাসমুদ্রে, মহাপৃথ্বীতে,
তাঁহাকে খুঁজিয়াছি অামি অলিতে, পীঠস্থানে ও চার্চে নৈরাশ্য
অার ক্রুঁদিতের বার্তা নিয়ে ফিরেছি অবিরত।

অামি দার্শনিক, অামি গবেষক, অামি সুশীল, অামি বেদী
অামাকেই করিতে হইবে তাদের নিমিত্তে উদ্গমের মন্ত্র,
যাহারা সমাজের অট্টালিকার পাদদেশে
ধুঁকে ধুঁকে অন্নাভারে মরিছে নিয়মিত।

অামি যুবক, অামি বৃদ্ধ, অামি বিবেকী
অামাকেই করিতে হইবে ওদের দংশন,
যারা শুষে শুষে হয়েছে পরজীবী
করেছে তলানিদের অন্তিম সর্বস্বান্ত।

অামি তপ্ত, অামি উন্মাদ, অামি বাউণ্ডুল
তবুও অামাকেই করিতে হইবে নিলয়ের সন্ধান,
শস্যহীন, ফসলহীন মাঠে যাদের বিরতিহীন বিচরণ
নিদ্রামগ্ন হয়ে অাছে তারা পথিপ্বার্শে ও নদীর কিনারায়।

6 thoughts on “নগর

  1. দৃঢ়তা এবং আত্মবিশ্বাস ফুটে উঠেছে লিখাটিতে। অভিনন্দন কবি জাকির হোসাইন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অনেকদিন পর এমন একটি কবিতা পড়লাম। অভিনন্দন কবি জাকির হোসাইন বিপ্লব। 

  3. খুব কঠিন করে লিখেছেন একান্ত নিজস্বতা। অভিনন্দন কবি জাকির ভাই। আরও চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. ধন্যবাদ সবাইকে অনুপ্রেরণা দেওয়ার জন্য     ♥♥♥

  5. শস্যহীন, ফসলহীন মাঠে যাদের বিরতিহীন বিচরণ
    নিদ্রামগ্ন হয়ে অাছে তারা পথিপ্বার্শে ও নদীর কিনারায়।

    অসাধারণ লিখেছেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।