এস ইসাবেলা
প্রথম চুমুর জন্যে কি ঘুরেছিলাম বলো
তখন দুজনেই কত বোকা ছিলাম!
একটু ছায়া খুঁজে পামির থেকে ফাইন আর্টস
একটু আদরে বুকে মাথা রাখতে
কেনিয়ান সাভানায় সিংহের গুহায়
চুকিতকিত খেলার সত্যিমিথ্যে শৃঙ্গার!
আজ কতদিন আসোনি বলো তো!
আমি কিন্তু গুনে রেখেছি মাস সেকেন্ড বছর
রোজ আমার শ্যাওলাধরা দেওয়ালে
দাগ কেটেছি এক দুই তিন…
এখন আমি ভিসুভিয়াস হয়ে ফাটার অপেক্ষায়
জাস্ট ফ্র্যাকশন অব সেকেন্ড।
শোনো, তুমি না এলে আমি হরতাল করব!
শোনো, তুমি না এলে আমি হরতাল করব'!
একদম – আমিও সাথে আছি –
কবিতা ভালো লাগছে ।
ধন্যবাদ কবি বোন নাজমুন নাহার। ভালোবাসা।
হরতাল হচ্ছে গণতান্ত্রিক অধিকার। একবার শুরু করেই দেখো; দেখা যাক কি হয়।
অগ্রিম অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী। 
শুরু করবো প্রিয় ভাই। গরম যাক।
ভালোবাসা জেনো। 
অসাধারণ কবিতা প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। সম্মান।
ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই। ভালোবাসা।
মুগ্ধ হলাম কবি সৌমিত্র।
ধন্যবাদ কবিবোন শাকিলা তুবা।
শোন, তুমি না এলে আমি হরতাল করব! এই শেষের লাইনটা বেশি ভাল লেগেছে কবি।যেন পুরো কবিতাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। অভিনন্দন কবি।
আপনার জন্যও শুভকামনা কবিবোন হাসনাহেনা রানু।
কবিতা পাঠে মুগ্ধ হলাম, শ্রদ্ধেয় প্রিয় কবি সৌমিত্র দাদা। শুভেচ্ছা সবসময়।
ভালোবাসা এবং শুভেচ্ছা নিতাই বাবু।
বেশ রোমান্টিক কবি দা
ধন্যবাদ কবি লিটন ভাই।
শোনো, তুমি না এলে আমি হরতাল করব! আজকে পড়া ব্লগের সেরা কবিতা সৌমিত্র দা
ছবিটাও সুন্দর। আমি নিলাম ছবিটা
ছবি নিয়ে ভালো করেছেন জাহিদ অনিক ভাই। বিশেষ কৃতজ্ঞতা।
অসাধারণ কবি সৌমিত্র চক্রবর্তী।
আবারও ধন্যবাদ সুমন আহমেদ ভাই।