এস ইসাবেলা ২

এস ইসাবেলা

প্রথম চুমুর জন্যে কি ঘুরেছিলাম বলো
তখন দুজনেই কত বোকা ছিলাম!
একটু ছায়া খুঁজে পামির থেকে ফাইন আর্টস
একটু আদরে বুকে মাথা রাখতে
কেনিয়ান সাভানায় সিংহের গুহায়
চুকিতকিত খেলার সত্যিমিথ্যে শৃঙ্গার!

আজ কতদিন আসোনি বলো তো!
আমি কিন্তু গুনে রেখেছি মাস সেকেন্ড বছর
রোজ আমার শ্যাওলাধরা দেওয়ালে
দাগ কেটেছি এক দুই তিন…
এখন আমি ভিসুভিয়াস হয়ে ফাটার অপেক্ষায়
জাস্ট ফ্র্যাকশন অব সেকেন্ড।
শোনো, তুমি না এলে আমি হরতাল করব!

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

18 thoughts on “এস ইসাবেলা ২

  1. শোনো, তুমি না এলে আমি হরতাল করব'!

    একদম – আমিও সাথে আছি –

    কবিতা ভালো লাগছে । 

    1. ধন্যবাদ কবি বোন নাজমুন নাহার। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. হরতাল হচ্ছে গণতান্ত্রিক অধিকার। একবার শুরু করেই দেখো; দেখা যাক কি হয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif অগ্রিম অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gif

    1. শুরু করবো প্রিয় ভাই। গরম যাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif   ভালোবাসা জেনো।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. অসাধারণ কবিতা প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। সম্মান। :)

    1. ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. মুগ্ধ হলাম কবি সৌমিত্র। :)

    1. ধন্যবাদ কবিবোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. শোন, তুমি না এলে আমি হরতাল করব! এই শেষের লাইনটা বেশি ভাল লেগেছে কবি।যেন পুরো কবিতাকে অন‍্য মাত্রায় নিয়ে গেছে। অভিনন্দন কবি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার জন্যও শুভকামনা কবিবোন হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. কবিতা পাঠে মুগ্ধ হলাম, শ্রদ্ধেয় প্রিয় কবি সৌমিত্র দাদা। শুভেচ্ছা সবসময়। 

    1. ভালোবাসা এবং শুভেচ্ছা নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  7. বেশ রোমান্টিক কবি দা

    1. ধন্যবাদ কবি লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  8. শোনো, তুমি না এলে আমি হরতাল করব!  আজকে পড়া ব্লগের সেরা কবিতা সৌমিত্র দা 

     

    ছবিটাও সুন্দর। আমি নিলাম ছবিটা 

    1. ছবি নিয়ে ভালো করেছেন জাহিদ অনিক ভাই। বিশেষ কৃতজ্ঞতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  9. অসাধারণ কবি সৌমিত্র চক্রবর্তী। :)

    1. আবারও ধন্যবাদ সুমন আহমেদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।