দিনের শেষ গোধূলি লগনে যে থাকে দুয়ারে

অপেক্ষার দিন শেষে শূন্যতা গ্রাস করে না বরং
একরাশ ভাবনা বিচলিত করে,
সুখের সুখ পাখীকে খাঁচায় বন্ধী করে
দুলানো যায়, ভোলানো যায়, কথা বলানো যায়
কিন্তু বাঁধা যায় না। দিনের শেষ গোধূলি লগনে
যে থাকে দুয়ারে দাঁড়িয়ে
অপেক্ষার অাক্ষেপের মালা নিয়ে
সে ই আপন জন। আমিও জানি সুখের কান্না চেয়ে
বড় সুখ কিছু নেই, সেই চোখের জল
দু হাতে ধরে মালা না গেঁথে
মুছিয়ে দিয়ে এগিয়ে যাওয়াটাই সক্ষমতা,

এসো হাত ধরো
চলো এগিয়ে যাই
সমুখের পানে
যেখানে মিলনের সিম্ফনি হৃদয়ে গভীরখাদে
পরে হাবুডুবু খায় অার মৌনতা টেনে আনে
অবিচল বিশ্বাস। নিঃশ্বাসে ফিরে পাওয়া
শরীরস্থ ঘ্রাণ পুনরায় পরিপূর্ণ মাতাল করে।

অামি শুধুই ভালোবাসার কাঙাল নই;
চাই আরো কিছু যা ভালোবাসার থেকেও
অনেক দামি, আরো প্রয়োজন আরো গভীর।

_________
১০/০৫/২০১৯

5 thoughts on “দিনের শেষ গোধূলি লগনে যে থাকে দুয়ারে

  1. বড় সুখ কিছু নেই, সেই চোখের জল
    দু হাতে ধরে মালা না গেঁথে
    মুছিয়ে দিয়ে এগিয়ে যাওয়াটাই সক্ষমতা।

    এসো হাত ধরো … চলো এগিয়ে যাই সমুখের পানে। শুভেচ্ছা মি. খেয়ালী মন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2.  

     

    কবিতার আহ্বান চিরন্তন, শুধু ভালোবাসায় ভোলে না মন 

  3. অসাধরণ প্রচ্ছদের সাথে অসাধরণ লিখা। চমৎকার খেয়ালী ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. প্রচ্ছদ ছবিতে আপনাকে দারুণ দেখাচ্ছে প্রিয় মন দা। কবিতা আজ বোনাস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. সুন্দর লিখেছেন খেয়ালী মন ভাই। আশা করবো ভালো আছেন। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।