জলক্লান্ত পন্থ

জলক্লান্ত পন্থ

নিত্য ক্ষণে কি জানি এক গন্ধ
তাড়া করে যায়- ভীষণ গন্ধের নিকুঞ্জ আভাস-
সেখানেই শুধু জীবন্ত লাশের বাসর করা বন্ধ;
ভাবনার জ্বলন্ত কুড়ায়- রোজ ক্ষত
বিক্ষত- ভাজা হয় এক চন্দ্র।
তবুও মাঝে মাঝে বিষন্ন মেঘ ভেসে যায়-
অদূর গাঁয় অথবা গাংচিলের বিলে কিংবা মেঘলা রাত-
সেখানেও খুঁজে পায় কিছু জীবন্ত লাশের সংশয়-
আহা কি সহ্য যন্ত্রনার জলক্লান্ত পন্থ-
অতঃপর শেষ হয়েও হলো না শেষ ক্ষান্ত।

০১ জ্যৈষ্ঠ ১৪২৬, ১৫ মে ১৯
——————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “জলক্লান্ত পন্থ

  1. আজকের কবিতায় মুগ্ধ হলাম কবি লিটন ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি কবি সৌমিত্র দা

      অনেক ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———

  2. এগিয়ে চলুক কবিতার স্রোত প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি কবি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———–

  3. আরও আরও ভালো থাকুন কবি আলমগীর ভাই এই কামনা করি। 

    1. জ্বি কবি সুমন দা  সেই সাথে আপনি ভাল থাকুন

      অশেষ ধন্যবাদ নিবেন———

  4. ভালো লিখেছেন কবি আলমগীর সরকার ভাই। 

    1. জ্বি কবি তুবা আপু

      মন্তব্যে প্রেরণা পেলাম

      ভাল থাকুন———–

    1. জ্বি কবি রিয়া দিদি

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন—————

  5. বরাবরের মতন চমৎকার লাগল কবিতা।

    1. হু মমি দা কেমন আছেন – অনেক দিন পর

      কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।