ইচ্ছে করে

ইচ্ছে করে

ইচ্ছে করে রবিঠাকুর নিয়ে লিখি
লেখাগুলো বারবার ফ্রিজে রেখে আসি
তাও কোথা থেকে জল হয়ে যায়
বুঝতে পারি না
পঁচিশে বৈশাখ” খুব হাঁফাচ্ছিল
তাই
আমার কাছে এসে দাঁড়ায় নি
আমি ছবি” না দেখে লিখতে পারি না
শুভ জন্মদিন” বলতেও পারি না

পায়েসের “এক প্লেট চাল” আমার দিকে তাকিয়ে হাসাহাসি করে
হয়তো আমার পোড়া কপালের ছাই” গুলো দেখে ফেলেছে

ইচ্ছে করে
সারাদিন কবিতা লিখি
গান করি
সুরের মদ্যপান করে
কোন বাগানে বসে থাকি
গাছের তলায় দখিনা হাওয়া
আমাকে জড়িয়ে ধরুক

বারবার প্রেমে পড়ে পুড়ে পুড়ে মরতে কার না ভালো লাগে
হোক না একপক্ষীয়
তবুও তো ভালোবাসা”
চোখের দিকে আঁচড় দিলেই
সারা হৃদয়টা মুচড়ে ওঠে
একটা শিহরন বজ্রপাত ঘটায় শরীরে

কেমন অসহায় বোকা বোকা লাগে
প্রকৃতি, রবি ঠাকুর,
প্রেমিকা হতে পারি?
ছেড়ে যাবে না কিছুমাস পর ?
সারাক্ষন আমার কাছে থেকো!
ইচ্ছে করে—

8 thoughts on “ইচ্ছে করে

  1. বারবার প্রেমে পড়ে পুড়ে পুড়ে মরতে কার না ভালো লাগে
    হোক না একপক্ষীয়
    তবুও তো ভালোবাসা”

    অভিনন্দন কবি।

  2. দারুণ কবি অরুণিমা মণ্ডল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. ইচ্ছে করে রবিঠাকুর নিয়ে লিখি
    লেখাগুলো বারবার ফ্রিজে রেখে আসি
    তাও কোথা থেকে জল হয়ে যায়   

     

     দারুণ প্রকাশ! ভালোলাগা রইলো। 

  4. বেশ রোমান্টিক কবি দিদি

  5. ইচ্ছে পূরণ হোক কবি অরুণিমা মণ্ডল। শুভকামনা।

  6. বাহ্ প্রিয় কবি দি। দারুণ। আরও নিয়মিত আপনার লেখা চাই।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।