চান্দ
: বাপু, রাইতের বয়স বাড়িলে পাহাড়ের মাথায় চান্দ নামিয়া আসিতো। বুদ্দার বাপ গলায় মাহুয়া ঢালিয়া কাহিতো, “বুদ্দার মা, আমি চান্দের সুবাস পাই, আমি জোৎসনার ঘিরান পাই…”
: তারপর?
: বাপু, তিন দিন ভুখা। তার লগে কাজিয়া কারিলাম। সে গলায় মাহুয়া ঢালিয়া কাহিলো, “আজ রাইতে চান্দ নামিয়া আসিলে তাহাকে শিকার কারিবো। পেট ভরিয়া খাইবো।”
: তারপর?
: বাপু, চৈত মাসের রাইত। পেটে খিদা। আসমানে বিশাল চান্দ। তিন বছরের বুদ্দা খিদায় কান্দিতে কান্দিতে নিন্দ গেছে। সে বুদ্দাকে চুম্মা খায়া বাহির হ ইলো। সে শিকার করিয়া আনিলে আমরা পেট ভরিয়া চান্দ খাইবো।
: তারপর?
: বাপু, মানুষটা সে রাইতে পাহাড় চূড়ায় এক চান্দ শিকার কারিয়া সুখের ঘর বান্ধিয়াছে। সে ঘরে দুইটা বাচ্চা হইয়াছে।
: তারপর?
: বাপু, আর কি কাহিবো! পুন্নিমার জোৎসনায় পাহাড় ভাসিলে বুদ্দা অস্থির হোয়া উঠে আর কহে, “মা’গো জোৎসনায় আমি মাহুয়ার সুবাস পাই.. শরীরে খুন ঝিলিক দেয়!! আমি চান্দ শিকারীর লগে শিকার শিকার খেলিতে পাহাড় চূড়ায় যামু…”
: তারপর?
: বাপু, আমি সাতারো বছরের বুদ্দাকে চিনিতে পারিনা। আমার ডর লাগে। চান্দের আলোয় বুদ্দার হাতে চিকচিক করে জানোয়ার শিকারের শান দেয়া হাসুয়া…
.
________________________________
গল্পগ্রন্থ: লংকা কিন্তু জ্বলছে না/আবু সাঈদ আহমেদ।
ভয়ংকর অণুগল্প।
ধন্যবাদ কবি রিয়া।
জানোয়ার শিকারের শান দেয়া হাসুয়া। গা শিউরে ওঠার মতো ভূমিকম্প টের পেলাম।
ও কিছু না মুরুব্বী আজাদ ভাই। ঠিক হয়ে যাবে।
চমৎকার দাদা
ধন্যবাদ কবি ভাই।
সু দক্ষতার উজ্জল সাক্ষর….
আমার সালামও শুভেচ্ছা জানবেন স্যার
ধন্যবাদ দাউদ ভাই।
অদ্ভুত সাধারন হরবোলা আবু সাঈদ ভাই।
ধন্যবাদ সুমন ভাই।
অসাধারণ।
ধন্যবাদ সৌমিত্র ভাই।