দিগ্বিদিক ভ্রষ্ট আলো

দিগ্বিদিক ভ্রষ্ট আলো

অনেক দিন চাঁদের আলো
দু হাতে ধরে স্বাদ নিতে চেয়েছি
হাতের ফাঁক ফোকর থেকে
জোছনা গলে পরে
পায়ের কাছে।

বলেছিলে এটা তোমার বাঁধানো পুকুর ঘাট
এখোনো কি সেথায় বসে
নারীর আলোয় চাঁদের হাট ?

জোছনা ছুঁতেই ভিজলে তুমি
ভারী চাদের আলোয়।

এখন সমস্ত শহর জুড়ে
পতনশীল থৈ থৈ আলো
আমিও কোন নোনা আলোয়
বার বার দিকভ্রষ্ট মানুষের
মত হেটে চলি
লাভার মত গলিত জোছনার
পুড়ে যাওয়া রাস্তায়।

7 thoughts on “দিগ্বিদিক ভ্রষ্ট আলো

  1. কোন নোনা আলোয় বার বার দিকভ্রষ্ট মানুষের মত হেটে চলি
    … লাভার মত গলিত জোছনায়; পুড়ে যাওয়া রাস্তায়। সুন্দর প্রকাশ কবি বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

     

  2. আপন লাগার মতো কবিতা উপহার দিয়েছেন আজ প্রিয় মন দা। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. সুন্দর উপহার প্রিয় কবি খেয়ালী মন ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. ভ্রষ্ট আলোয় আমাদের জীবন যেন বাঁধা খেয়ালী ভাই। 

  5. শুভেচ্ছা জানবেন কবি ভাই। :)

  6. দিগ্বিদিক ভ্রষ্ট আলো চাঁদের আলো দু হাতে ধরে জোছনা গলে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।