====================
একটা মাটির ঘরে ফুর ফুর করা
বন্ধন ছিন্ন করে- বান্ধিলো অন্য
ঘরে শোয়া চন্দন-সেই না চন্দন
ঘরে লজ্জার মেঘ জলধার ছিল কি
অনুরাগি বজ্রপাত– দেহের ভাজে
ভিজে গেছে অনা বর্ষায় বরবাদ;
ঐ কারুকায শুধু নিয়তি হাত নয়
কর্ম হিংসায় দূরত্ব কি আর সহ?
তবুও প্রণয় ফাল্গুনের ঊর্মীর চঞ্চল
চিনতে চিনতেই চিনা হলো না-
অবশেষ হলো অন্তর্জামী সরোবর
কতটুকু ভাবনাতে জোনাক জ্বলা রাত।
০৯ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৩ মে ১৯
——————————-
কবিতায় আপনার দারুন হাত আলমগীর সরকার ভাই। অভিনন্দন জানাই।
জ্বি প্রিয় কবি সুমন দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———-
কারুকায শুধু নিয়তির হাত ই শুধু নয় কর্ম হিংসায় দূরত্বও বটে। দারুণ মি. সরকার।
জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———-
প্রণয় ফাল্গুনের ঊর্মীর চঞ্চলতা। বাহ্ কবি লিটন ভাই। ভালোবাসা।
জ্বি প্রিয় কবি সৌমিত্র দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———-
সুন্দর কবিতা প্রিয় কবিবাবু।
জ্বি প্রিয় কবি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———-