অসময়ে বেজে ওঠে ভুলের বাদ্য (এক)
চেয়েছিলাম কাঁদামাটি জলে গা মাখাবার। শহরে সভ্যতা আমাকে কংক্রীটের রাজপথ দিল; আটোসাঁটো পোশাকে নেহাৎ ভদ্র সেজে গেলাম! ভিনদেশী সঙ্গীতে মগ্ন হতে হতে ভুলে গেছি আগে কী সুন্দর দিন কাটাইতাম! আমি একবার পিতামহের জন্য নিজস্ব পুকুরে বাঁশ-তক্তার ঘাট বানিয়েছিলাম; কতবার আমিও পা ফেলে সে জলে ছলাৎ ছলাৎ শব্দ তুলে গাইতাম গেরামের নওজোয়ান, হিন্দু মুসলমান! এরপর কতবার ভুলে গেছি সোনার বাংলা আমি তোমায় ভালবাসির কথা! নিত্য এখন আমার ডুবে যাওয়া ভিনদেশী সুরের পাত্রে বিলাসী চুমুকে! আমার নিজস্ব একটা ব্যালকনি ছিল! সেখানে বিশুদ্ধ রোদ এলে পাটি বিছিয়ে বসে পড়তাম গায়ে মেখে নিতে অথচ এই সভ্যতার সামান্য আলোটুকুতেও ঝলসে যায় দেহের ত্বক! সময়ের ছুটতে থাকা বল্গা ঘোড়ার অস্পষ্ট পদচ্ছাপে আমি, নিজস্ব পরিচয় হারিয়ে ফেলেছি!
যাপিত জীবনের অনুভূমি পড়লাম যেন কবি সুমন আহমেদ।
সঠিক পড়েছেন কবি রিয়া রিয়া।
আপাতত পথ হারাবেন না সুমন ভাই। দ্বিতীয় পর্ব নিয়ে আসুন।
বাঙালী ভারতীয়রা আজ পথ হারিয়ে বসে আছি।
জেনেছি কবি সৌমিত্র চক্রবর্তী। আমরা তো পথ ভুলেই বসে আছি।
youtu.be/_vwRf9W_6Ec
খুবই প্রিয় একটি বিষয় শেয়ার করার জন্য ধন্যবাদ স্যার।
দীর্ঘশ্বাস!
শুভেচ্ছা নেবেন কবি।
শুভেচ্ছা নিলাম প্রিয় আনু ভাই। সালাম।
আপনার অনুভূতিটুকু আমাকে স্পর্শ করে গেলো।
মুগ্ধতা নিয়ে পড়লাম!
ধন্যবাদ ভাই।
সময়ের ছুটতে থাকা বল্গা ঘোড়ার অস্পষ্ট পদচ্ছাপে আমি, নিজস্ব পরিচয় হারিয়ে ফেলেছি!



ভিনদেশী সঙ্গীতে মগ্ন হতে হতে ভুলে গেছি আগে কী সুন্দর দিন কাটাইতাম!………. ধন্যবাদ।