আরো কিছুকাল অপেক্ষায় থেকো

আরো কিছুকাল অপেক্ষায় থেকো

তোমার জন্য প্রিয় ভোর গুলো তুলে রেখে দাঁড়িয়ে যাচ্ছি সবুজ পাতাদের সাথে সমবেত প্রার্থনায়! রাশি রাশি তুলো মেঘের পালকে গেঁথে দিচ্ছি আকুতি। ইথারে ভাসিয়েছি আহ্বান মৌন শব্দের ঋষিমগ্ন ধ্যানে। ধাবমান চলিষ্ণু মেঘদল ঠিক পৌঁছে যাবে সহসা তোমার শহরে যেখানে এখন শীতকে জানিয়ে বিদায় গ্রীষ্মের উত্তাপ মুহূর্তেই জ্বেলে দিচ্ছে দাহ।

আরো কিছুকাল অপেক্ষায় থেকো; এখনো আমার আসতে কিছুটা বাকি। তার চেয়ে বরং আগামী শীতে অতিথি পাখির পালকে পাঠিও হৃদয়ের কোমল সংকেত। গাছে গাছে লিখে দিও বিবিধ মৌন ভাষা। আরো কিছুকাল বরং অভিমানে থেকো। সেটুকু না হলে বাতাসের ভাঁজে বিরহ লিখে দিও। পরাজিত মেঘদল না হয় আরো কিছু কাল ঈর্ষায় জ্বলে জ্বলুক! না হয় আরো কিছু কাল আলোকে বিদ্ধ করুক ঝাঁঝালো সম্ভাষণ! তবু তুমি শোকের অশ্রু গুলো আরো কিছু কাল সযত্নে তুলে রেখো; এখনো আমার আসতে কিছুটা বাকি।

আরো কিছুকাল না হয় প্রিয় অপেক্ষায় থেকো।

15 thoughts on “আরো কিছুকাল অপেক্ষায় থেকো

  1. আরো কিছুকাল অপেক্ষায় থেকো; এখনো আমার আসতে কিছুটা বাকি। ভালোবাসা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সেটাই কবি সৌমিত্র চক্রবর্তী। :)

  2. আরো কিছুকাল না হয় প্রিয় অপেক্ষায় থেকো। নিশ্চয়ই থাকবে মি. সুমন আহমেদ। :)

  3. কী সুন্দর করেই না লিখেছেন কবি সুমন দা। মুগ্ধ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. খুশি হলাম কবি রিয়া রিয়া। Smile

  4. সত্যিই। আপনি অসাধারণ লিখেন সুমন ভাই। আমার ভীষণ ভালো লেগেছে।

    1. মন্তব্যে অভিভুত হলাম কবি শাকিলা তুবা। :)

    1. ধন্যবাদ কবি আলমগীর ভাই। 

  5.  

     

    হয়ত একদিন তাহার অপেক্ষার প্রহর শেষ হইবে। তখন—– 

     

    পারাপারের ঘাটে প্রিয় রইনু বেঁধে না’

    এই তরীতে হয়ত তোমার পড়বে রাঙা পা।

    আবার তোমার সুখ-ছোঁওয়ায়

    আকুল দোলা লাগবে নায়,

    এক তরীতে যাব মোরা আর-না-হারা গাঁ

    পারাপারের ঘাটে প্রিয় রইনু বেঁধে না’

    1. জাস্ট ওয়াও আনু আনোয়ার ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. ধন্যবাদ হরবোলা আবু সাঈদ ভাই। :)

  6. প্রিয়কবির পাতায় প্রথম মন্তব্য করলাম। অসাধারণ ।
    কাব্যশৈলী ভালো। শব্দ প্রয়োগ ও ভাষার ব্যবহার সাবলীল।

    সুন্দর ভাবনায় লেখা কবিতার বিষয়বস্তু সুন্দর।
    প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
    সাথে থাকুন, পাশে রাখুন।
    জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।