আমার শহরের যৌবন
আমার শহরের যৌবন বুড়ো হয়ে যাচ্ছে।
পিচঢালা রাস্তা, ধূলো ধূসরে ডিমপোজের মতো
চতুর্পাশে শিল্পকার গর্ত, বেহায়া নির্যাতনে আবাসিক রঙ-
রড-কংক্রিটের হাড় গাঁথা মন্দিরশোভিত প্রাসাদ
পুরাতন সিককাটা দ্বিতল জানালায়-আমার পবিত্র নাক
বাঁকান্তর এগুচ্ছে, অহেতুক লুটিয়ে পড়ছে আহত ভাষা
নিজের ভেতর লবণ মাখা বক্তব্য-একটি গোলাপগাছ
যদি সুগন্ধী ফুল ফোটাত, জেগে থাকতাম। ঘুমতাম না।
______________
২৯.০৫.১৯ ইং। ঢাকা।
সুন্দর কথা কাব্য প্রিয় কবি মি. টিপু সুলতান। শুভ সকাল।
একটি গোলাপগাছ যদি সুগন্ধী ফুল ফোটাত, জেগে থাকতাম। ঘুমতাম না। অদ্ভুত সুন্দর।
আপনার জন্য শুভকামনা প্রিয় কবি দা।
কবিতায় ভালোবাসা কবি টিপু সুলতান ভাই।
কবিতাটি পড়লাম। সুন্দর।
কবিতা এগিয়ে চলুক।