আলোমাখা ভোর

আলোমাখা ভোর

ভোর চলে যেতে যেতে রেখে যায় চড়ুইদের ধুলাবালি স্নান, শালিখ সংসার, কাকেদের কনসার্ট, স্কুল বাস আর চায়ের দোকানের উনুনের উপচে পড়া কয়লামাখা ধোঁয়া। এ সব কিছু পেরিয়ে এগিয়ে চলে রোদ পরতে পরতে, যত দূর দেখা যায়, তার থেকেও দূরে।

পালিয়ে যেতে চায় মন সেখানে, যেখানে শরৎ শেষে হেমন্তের উঠোন জুড়ে ঝরে পড়ে ঈশ্বরময় গন্ধ। পালিয়ে যেতে চায় মন সেখানে, যেখানে শৈশব জুড়ে বসে থাকে অকৃত্রিম ভালোবাসার ওম। এক আকাশ কোটি কোটি ক্রিস্টালের মতো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে রূপকথা মন। খুঁজে নেয় আনন্দ আর বেঁচে থাকার রসদ।

ততদিন বিষাদ ফিরে আসিস না তুই।

16 thoughts on “আলোমাখা ভোর

  1. যাপিত জীবনের ব্যবচ্ছেদ ঘটিয়েছেন প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. জীবনের হেমন্ত রাগিণী নিপুন হাতে তুলে এনেছেন ভাই। এই লেখা টুক পড়ে মনে হচ্ছে আবার লেখা শুরু করি। ধন্যবাদ এবং অনেক শুভকামনা দিদিভাই।     

  3. খুব ভালো লাগলো। স্নিগ্ধ হলাম। আরও লিখুন। শুভেচ্ছা ভরপুর।         

  4. মুগ্ধ হলাম কবি রিয়া রিয়া। 

    1. ধন্যবাদ কবি সুমন আহমেদ দা। শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. অসাধারণ কবি রিয়া রিয়া। :)

    1. ধন্যবাদ প্রিয় কবি দি। শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. যেখানে আছে শুধু ভালোবাসা-বাসি সেখানে যেতে মন চা,  শ্রদ্ধেয় কবি দিদি। শুভেচ্ছা জানবেন। 

  7. চমৎকার কবি দিদি

    আগাম ঈদের শুভেচ্ছা নিবেন———–

মন্তব্য প্রধান বন্ধ আছে।