সূর্যোদয়ের কিংবা সূর্যাস্তের শব্দ শুনেছিস কখনো?

আলোর একটা শব্দ থাকে
দ্রিম দ্রিম দ্রিম দ্রিম মাদলের ঢাক,
বুকের ভেতর বাজে;
আলোর একটা শব্দ থাকে
কান ফাটানো নৈঃশব্দ্যের চিৎকার,
মনের ভেতর লাগে;

সূর্যোদয়ের কিংবা সূর্যাস্তের শব্দ শুনেছিস কখনো?
ছেড়া কষ্টের হাহাকার
ভালোবাসার চিৎকার
একটানা বেজেই চলে
আলো কিংবা অন্ধকার হওয়া পর্যন্ত;

ধ্যাত, তুই কিভাবে শুনবি বল?
ভালো তো বাসিস নি কখনো;
একবার যদি তোকে সূর্যোদয় দেখাতে পারতাম!
অথবা একবার যদি তোকে সূর্যাস্তের গান শোনাতে পারতাম!
তারপর আমি মাদল হতাম কিংবা নিস্তব্ধ;

কষ্ট চাপিয়ে দিলে নাকি কষ্ট কমে যায়,
আমি ভালোবাসা চাপিয়ে শুনতে চাই তোর ভালোবাসার চিৎকার।

6 thoughts on “সূর্যোদয়ের কিংবা সূর্যাস্তের শব্দ শুনেছিস কখনো?

  1. কষ্ট চাপিয়ে দিলে নাকি কষ্ট কমে যায়,
    আমি ভালোবাসা চাপিয়ে শুনতে চাই তোর ভালোবাসার চিৎকার। 

    জোর করে তো ভালোবাসা চাপিয়ে দেওয়া যায় না কবি। তবু আপনার লেখা কবিতে পড়ে জোর করেই ভালোবাসা চাপি দিতে ইচ্ছে করছে।

    ধন্যবাদ শ্রদ্ধেয় প্রিয় কবি।

  2. একটি নয়; প্রত্যেকটি কবিতা আপনার পাঠক মনের কথা বলে। :)

  3. কষ্ট চাপিয়ে দিলে নাকি কষ্ট কমে যায়,
    আমি ভালোবাসা চাপিয়ে শুনতে চাই তোর ভালোবাসার চিৎকার। __ অসাধারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. অনন্য সুন্দর কবিতা কবি যাযাবর ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. সূর্যোদয়ের কিংবা সূর্যাস্তের শব্দ কেউ শুনতে পায় না।

মন্তব্য প্রধান বন্ধ আছে।