হারিয়ে গেছে (২)

এই যে দাদা ভাই এরা শুনছেন ?
জ্বী বলেন
আমি হারিয়ে ফেলেছি একজনকে
আপনারা কি দেখেছেন তাকে ?
কি নাম তার ?
বিবেক ৷
বিবেক !
হ্যাঁ বিবেক,
আসলে অনেক দিন হলো দেখিনা তাকে
এই আসলাম একটু আপনাদের শহরে
তাই ভাবলাম খোঁজ নিয়ে যাই কেমন আছে ৷
তাকে অনেক খোঁজাখুজি করলাম
সরু গোলি শহর বন্দর সব খুজলাম
কিন্তু কোথাও তাকে দেখতে না পেলাম
দাদা ভাই আপনারা কি দেখেছেন তাকে
এক পৃথিবী মুখোশের ভীরে যদি কভু দেখা মিলে
প্লিজ একটু বলবেন ওর ভাই মনুষত্ব মারা গেছে ৷

11 thoughts on “হারিয়ে গেছে (২)

  1. আসলে অনেক দিন হলো দেখিনা তাকে …
    এক পৃথিবী মুখোশের ভীরে যদি কভু দেখা মিলে।

    বিপুল এই প্রত্যাশা সম্ভবত প্রত্যাশার ভীড়েই হারাবে মি. কাজী জুবেরী মোস্তাক। :(

    1. তাই হারাবে হয়তো মুরুব্বী 

  2. বিবেক নিরুদ্দেশ মোস্তাক ভাই। খুঁজে লাভ নেই। যেভাবে যতদিন বেঁচে থাকা যায়।

    1. ঠিকই বলেছেন বিবেক এখন আর নেই

  3. বিবেক আছে না কি কোথাও !! আমিও আপনার মতো খুঁজছি বহুদিন মোস্তাক ভাই। 

    1. যদি থাকতো হয়তো খুঁজে পেতাম 

  4. এক পৃথিবী মুখোশের ভীরে যদি কভু দেখা মিলে
    প্লিজ একটু বলবেন ওর ভাই মনুষত্ব মারা গেছে। :(

  5. বিবেক আর মনুষত্ব হারালে জীবনে আর থাকে কি !! :(

  6. বিবেক ঘুমায় সুখের টানে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।